Gold Rate Today: সোনা-রুপোর দামে বিরাট বদল। গতকাল অক্ষয় তৃতীয়ার দিনে হু হু করে দুবার বেড়েছিল সোনার দাম। আজ তাতেও রেহাই নেই। গতকাল বিকেলের থেকেও সপ্তাহান্তে আজ শনিবারের বাজারে বেড়ে গেল সোনার দাম। কত চলছে আজকের দর ? দেখে নিন রেটচার্ট। 

শনিবারে কত হল সোনার দাম

আজ শনিবার দাম কত হল সোনার (Gold Rate Today)? শুক্রবারের তুলনায় ২৪ ক্যারাট সোনার দাম আবার বেড়ে গ্রাম প্রতি হয়েছে ৭২৫৮ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম বেড়ে হয়েছে ৭০১১ টাকা। আজ সোনা বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার জন্য দাম পাবেন ৬৬০৫ টাকা। ১৮ ক্যারাট সোনার দাম লক্ষ্মীবারের বাজারে হয়েছে ৫৭৭৭ টাকা। এদিকে আজ কমেছে রুপোর দাম। শনিবার রুপোর দাম প্রতি কেজিতে ৮৩ হাজার ৯৩৪ টাকা। 

আজকের সোনার দর (১১ মে, ২০২৪):

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)  ১ গ্রাম ৭২৫৮
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৭০১১
২২ ক্যারেট (বেচতে গেলে)  ১ গ্রাম ৬৬০৫
১৮ ক্যারেট  ১ গ্রাম ৫৭৭৭

 

রুপো (৯৯৯) ১ কেজি ৮৩,৯৩৪

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*

সোনার দামে বদল 

মে মাসের শুরু থেকেই এই দাম কমতে থাকে। শুক্রবারও দাম কমেছিল সোনার। ৫০ টাকা প্রতি গ্রামে কমে গিয়েছিল দাম। তবে সপ্তাহের শুরুতে এসে সেই দাম আবার খানিক বাড়ে। শনিবার তো দাম বেড়েই ছিল, সোমবার গ্রাম প্রতি ৩০ টাকা বেড়েছিল ২৪ ক্যারাট সোনার দাম। আর বুধবার সেই দাম খানিকটা কমে। বৃহস্পতিবারও দাম কমেছে ১৪ টাকা। তবে আজ শনিবার অক্ষয় তৃতীয়ার দিনের থেকেও লাফ দিয়ে বাড়ল সোনার দাম। 

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে। 

আরও পড়ুন: Petrol Price: ৭ জেলায় সস্তা হল পেট্রোলের দাম, কলকাতায় কত হল জ্বালানি তেল ?