অরিত্রিক ভট্টাচার্য, মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : দিলীপ ঘোষের ( Dilip Ghosh ) শেষ দিনের প্রচারেও বিতর্ক। দুর্গাপুরের নতুন পল্লিতে রোড শো করার পুলিশি অনুমতি মেলেনি বলে দাবি করলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী। প্রচারের শেষ বেলাতেও চেনা মেজাজেই দিলীপ ঘোষ। তৃণমূলকে আক্রমণ করার পাশাপাশি, প্রতিপক্ষ কীর্তি আজাদকে বহিরাগত বলে ফের কটাক্ষ করেছেন বিজেপি প্রার্থী। কেন্দ্র বদলে গেলেও, এবারও লোকসভা ভোটে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ।
মেদিনীপুরে জয় পেয়েছিলেন বিরাট ব্যবধানে। এবার তার মাঠ বর্ধমান-দুর্গাপুর। যেখানে ২০১৯ এ বিজেপির জয়ের মার্জিন ছিল অনেকটাই কম। তাহলে কি কঠিন লড়াই ? দিলীপ ঘোষ বলছেন, এখানকার মানুষজনের সঙ্গে তাঁর 'আই কনট্যাক্ট' হয়ে গিয়েছে। 'মানুষ জানে বিজেপিই জিতবে'। শুধু তাই নয়, দিলীপের দাবি, এবার তিনি ব্যক্তিগত মার্জিনও বাড়াবেন, দলকেও জয় এনে দেবেন। দিলীপ জানালেন, ৪ জুন তাঁকে দেখা যাবে চেনা-মুডেই। 'শুধু কত ভোটে জিতব , সেটা গুনে নিন, নো টেনশন , অনলি অ্যাটেনশন'।
প্রচারের শেষ দিনেও ব্যাঙ্ক করতে ছাড়লেন না তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে। ঠিক তারই কায়দায় ১২ নম্বর ওয়ার্ডের কালী মন্দিরে বসলেন একই রকম ভাবে ! গত ৩১ মার্চ, দুর্গাপুরে প্রচারে গিয়ে দলেরই দুই নেতার কীর্তিতে কার্যত মাথায় হাত পড়ে যায় কীর্তি আজাদের। প্রার্থীর সামনেই হাতাহাতিতে জড়ান তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র দুই নেতা। দুর্গাপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের আমড়াই গ্রামের ঘটনা। এদিন ওই এলাকায় প্রচারে গিয়েছিলেন বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। কে আগে প্রার্থীকে সম্বর্ধনা দেবে, কে তাঁকে গ্রামে ঘোরাবে, তা নিয়ে INTTUC-র দুই নেতা শেখ আজিমউদ্দিন ও আমিনুর রহমানের মধ্যে হাতাহাতি বেধে যায়। তারপরই মন্দিরের সিঁড়িতে মাথায় হাত দিয়ে বসে পড়েন প্রার্থী। আর দিলীপ নকল করলেন সেই ভঙ্গিমা।
শুধু তৃণমূলকে নয়, কটাক্ষ করলেন বামেদেরও। কোথাও বামেদের স্ট্রিট কর্নার আছে বলে মিছিল করার অনুমতি পেতে সমস্যা হয়েছে বলে দাবি তাঁর। সেই প্রসঙ্গে দিলীপ বললেন, 'চামচিকে দিয়ে হাতিকে আটকানোর চেষ্টা চলছে !'
প্রাতর্ভ্রমণ দিয়ে শুরু করেন দিন। দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে খান ছোলা গুড়। কখনও হাওয়া খাওয়ার জন্য দেন হাতপাখা। জনসংযোগের মাঝেই হাতে থাকে রুল, কখনও ত্রিশূল। বর্ধমান-দুর্গাপুরে এসে থেকে গরমাগরম মেজাজে প্রচার চালিয়েছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। গত ২৪ এপ্রিল মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। আগামী ১৩ মে ভোট তাঁর কেন্দ্রে। নতুন কেন্দ্রে তিনি জয় পান কি না, তা জানা যাবে ৪ জুন।
আরও পড়ুন :