Gold Rate: চলতি অর্থবর্ষ শেষ হতে চলেছে। মার্চ মাসও শেষ হতে চলল। আর মাসের শেষেই ফের দাম বাড়তে শুরু করেছে সোনার। কালকের তুলনায় আজ অনেকটাই দাম বাড়ল সোনার। মাসের শেষে হাতে টাকা হয়ত সেভাবে নেই, কী করবেন ? সোনা কেনার থাকলে আজ দেখে নিন কত দাম চলছে। সোনা রুপোর দামে আজ কত হেরফের হল ? 

দোকানে যাওয়ার আগে দেখুন

যে কোনও অনুষ্ঠানে উপহার হোক বা পছন্দের বিনিয়োগ। সোনাই (Gold Price) বেশিরভাগের প্রথম পছন্দ। এমন বাঙালি খুঁজে পাওয়া ভার দিনের শুরুতে সোনা-রুপোর দামের দিকে চোখ যায় না যাঁর। দেশের এক এক জায়গায় এক একদিন এক একরকম থাকে সোনা-রূপার দর। প্রায় প্রতিদিনই ওঠানামা করে তা কিন্তু বুঝবেন কীভাবে আজ বাজারে সোনা-রুপোর সঠিক দাম কত চলছে? দোকানে যাওয়ার আগে যাচাই করে নেবেন কীভাবে? দাম ঠিক না ভুল? মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়। প্রতিদিন সোনা-রুপোর (Silver Price in Kolkata) দাম কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন তা।

আজকের দামে কত বদল

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার সপ্তাহের চতুর্থ দিনে দাম আরও বাড়ল সোনার। বুধবারের তুলনায় ২৪ ক্যারাট সোনার দাম বেড়েছে। গ্রাম প্রতি ৫৫ টাকা বেড়ে হয়েছে ৬৬৬৮ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম প্রতি গ্রামে ৬৩ টাকা বেড়ে হয়েছে ৬৪৪১ টাকা। সোনা বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার জন্য আজ দাম পাবেন প্রতি গ্রামে ৬০৬৮ টাকা। ১৮ ক্যারাট সোনার দাম আজকের বাজারে ৫৩০৮ টাকা। রুপোর দাম আজ কেজিতে অনেকটাই বেড়েছে। আজকের রুপোর দাম ৭৪১৯১ টাকা প্রতি কেজিতে। 

আজকের সোনার দর (২৮ মার্চ, ২০২৪):

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)  ১ গ্রাম ৬৬৬৮
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৬৪৪১
২২ ক্যারেট (বেচতে গেলে)  ১ গ্রাম ৬০৬৮
১৮ ক্যারেট  ১ গ্রাম ৫৩০৮

 

রুপো (৯৯৯) ১ কেজি ৭৪১৯১


সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে। 

আরও পড়ুন: Upcoming IPO: বাজারে বড় খবর, এবার আসছে বাজাজ হাউজিং ফিন্যান্সের আইপিও, প্রস্তুতি শুরু