কলকাতা: ইডির দিল্লি তলবে সাড়া দিলেন না মহুয়া মৈত্র (Mahua Moitra Does Not Respond To ED Summon)। প্রচারে কালীগঞ্জ যাচ্ছেন বলে জানালেন কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী। বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় মহুয়াকে আজই দিল্লি তলব করে ইডি। আগেও একবার ইডির সমনে সাড়া দেননি মহুয়া। এর আগে প্রশ্ন-ঘুষকাণ্ডে মহুয়ার একাধিক ঠিকানায় তল্লাশি চালায় সিবিআই। এই মামলায় মহুয়া মৈত্রর সাংসদ পদও খারিজ হয়ে যায়। আজ শিল্পপতি দর্শন হিরানন্দান্দিকেও তলব করেছে ইডি। 


কী বললেন মহুয়া?
বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে মহুয়া মৈত্র জানিয়ে দেন, কালীগঞ্জের নয়াচর গ্রামে তাঁর পূর্বনির্ধারিত প্রচার কর্মসূচিতেই যাচ্ছেন। ফলে তিনি যে এদিন দিল্লি যাচ্ছেন না, সেটা স্পষ্ট। ঘটনা হল, এর আগে, গত শনিবার, ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীর একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়েছে আর এক কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। এমনকি, মঙ্গলবার, তাঁর ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে কথাও হয় কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীরা। এবার মহুয়া মৈত্রের বিরুদ্ধে তৎপর ইডিও। বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত একটি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই সূত্রে এদিন ডেকে পাঠানো হয়েছিল তৃণমূল প্রার্থীকে। কিন্তু প্রচারের পূর্বনির্ধারিত নির্ঘণ্ট মেনে এদিন নয়াচর গ্রামে এগোন মহুয়া। প্রসঙ্গত, ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে 'অনৈতিক আচরণের' জন্য গত ৮ ডিসেম্বর নীতি কমিটির সুপারিশ মেনে তাঁকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়। সেই নিয়ে সংসদে জোর বিতর্কও হয়। কিন্তু সেখানে কথা বলার সুযোগ পাননি তিনি। নিয়ম বহির্ভূত ভাবে আদানিদের হাতে একাধিক বন্দর তুলে দেওয়া থেকে গৌতম আদানির সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারের সম্পর্ক নিয়ে লাগাতার সুর চড়াতে শোনা গিয়েছিল তাঁকে। সংসদের শীতকালীন অধিবেশনেও এ নিয়ে ফের সরব হবেন বলে জানিয়েছিলেন। কিন্তু তার আগেই মহুয়ার বিরুদ্ধে নীতি কমিটিতে অভিযোগ জানান বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তার পরের ঘটনাপ্রবাহের সাক্ষী থেকেছে গোটা দেশ। এবারের লোকসভা ভোটে তাঁকে ফের কৃষ্ণনগর থেকেই প্রার্থী করেছে তৃণমূল। 


কটাক্ষ মহুয়ার...
এদিনই আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সোশ্যাল মিডিয়ায় একহাত নিতে দেখা যায় তৃণমূল নেত্রীকে। লেখেন, 'সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের সঙ্গে মহারাজা কৃ্ষ্ণচন্দ্র রায়কে গুলিয়ে ফেলেছেন মাননীয় প্রধানমন্ত্রী। কৃষ্ণচন্দ্র রায়ের সমাজ সংস্কার তাই পড়ানো হয় বলে জানিয়েছেন উনি। হোমওয়ার্ক করে আসেননি স্যর!'  কেন এমন কটাক্ষ করলেন তিনি? 






আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীর মধ্যে যে টেলি-কথোপকথন প্রকাশ্যে এসেছে, সেখানেই এরকম একটি মন্তব্য শোনা গিয়েছে। অডিওটির সত্যতা যাচাই না করা গেলেও সেটিই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে কটাক্ষ করেন মহুয়া।  


 


আরও পড়ুন:বারাসাতের বিজেপি প্রার্থীকে নিয়ে অব্যাহত ক্ষোভ, বিরোধিতায় পোস্ট দলীয় কার্যালয়ে