আচার্য সিনেমার শুটিং শুরু করার আগে কোভিড টেস্ট হয়েছিল অভিনেতার। যেখানে ধরা পড়ে তিনি মারণ ভাইরাসের কবলে পড়েছেন। গত পাঁচ দিনে তাঁর সংস্পর্শে যারা এসেছেন তাঁদের সকলকে কোভিড টেস্ট করিয়ে নেওয়ার আর্জিও জানিয়েছেন অভিনেতা।
দিন কয়েক আগেই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে দেখা করেছিলেন চিরঞ্জীবী। সাক্ষাতের সময় অভিনেতা ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী দুজনের কারওর মুখেই ছিল না মাস্ক।
অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, জেনেলিয়া ডিসুজা, অর্জুন কাপুরের মতো একাধিক অভিনেতা এর আগে করোনার সংক্রমণে পড়েছিলেন।
১৯৭৮ সালে অভিষেকের পর তামিল, তেলেগু ও কন্নড় মিলিয়ে দেড়শোর বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন চিরঞ্জীবী। ২০১৯ সালে রা নরসিমা রেড্ডি সিনেমায় শেষবার সিলভার স্ক্রিনে দেখা গিয়েছিল তাঁকে। আচার্য হতে চলেছে তাঁর কেরিয়ারের ১৫২তম সিনেমা।