Sundar Pichai: চ্যাটজিপিটি (ChatGPT)-কে রুখতে এবার নতুন নীতি নিচ্ছে গুগল। এবার থেকে গুগলের সার্চ ইঞ্জিনেই জুড়ে দেওয়া হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তি। মূলত, চ্যাটজিপিটির জনপ্রিয়তা দেখেই এই নতুন সিদ্ধান্ত নিচ্ছে কোম্পানি।
Tech News: কী বলছেন গুগলের সিইও ?
সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নাল-কে গুগলের সিইও সুন্দর পিচাই জানিয়েছেন, সার্চ ইঞ্জিনে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) জুড়ে দেবে কোম্পানি। বিশ্বের বর্তমান প্রযুক্তির অবস্থা বলছে, প্রকাশ্যে আসার কিছুদিনের মধ্যেই চ্যাটজিপিটি ঘিরে আলোড়ন শুরু হয়েছে বাজারে। এই চ্যাটবট ব্যবহার করেই বদলে যাচ্ছে বিশ্বের ভাবনা। সেকারণেই রাতারাতি গুগলের সার্চ ইঞ্জিনেই কৃত্রিম বুদ্ধিমত্তাকে জুড়ে দিতে চাইছে কোম্পানি।
পিচাইয়ের মতে, গুগল সার্চ ইঞ্জিনের মধ্যে এআই জুড়লে আদতে এতে AI-এর উন্নতি হবে। কারণ সার্চ ইঞ্জিনে যা খোঁজা হবে সেই সম্পর্কে ডেটা পেয়ে যাবে AI । যার ফলে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে গুগলের ক্ষমতা বাড়াবে। যদিও চ্যাটবটগুলি গুগলের সার্চ ইঞ্জিনের ব্যবসাকে হুমকির মুখে ফেলেছে, এটা মানতে রাজি নন পিচাই। বর্তমানে গুগলের অভিভাবক প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকর্পোরেটেডের অর্ধেকেরও বেশি আয় হয় গুগলের সার্চ ইঞ্জিন থেকে।
কোম্পানির বিষয়ে কতটা আত্মবিশ্বাসী পিচাই
ওপেনএআই বা চ্যাটজিপিটির ভিড়ে গুগল নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী সুন্দর পিচাই। মূলত, large language models (LLMs) হল এমন একটি কম্পিউটার প্রোগ্রাম যা মানুষের অনুকরণ করে প্রশ্নের উত্তর দিতে পারে। Google এই ক্ষেত্রে সবার থেকে এগিয়ে। বর্তমানে এই প্রযুক্তি জায়ান্ট (LLMs)ব্যবহার করে তার সার্চ ইঞ্জিনে ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করার চেষ্টা করবে।
বিশ্বপ্রযুক্তির বর্তমান মানচিত্র বলছে, খরচ কমানোর জন্য বিনিয়োগকারীদের চাপের পাশাপাশি এখন Google-এর প্রধান ব্যবসার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে মাইক্রোসফ্টের বিং সার্চ ইঞ্জিনের নতুন সংস্করণ। যা এখন ChatGPT-র মাধ্যমে চলছে।
OpenAI: শুরুতেই বড় ধাক্কা। কৃত্রিম বুদ্ধিমত্তার অন্যতম বড় হাতিয়ার চ্যাটজিপিটি নিষিদ্ধ করল ইতালি। কেন এই চ্যাটবটকে নিষিদ্ধ করা হয়েছে তারও খোলসা করেছে এই দেশ।
ChatGPT Ban: বেড়েই চলেছিল জনপ্রিয়তা
ওপেন এআই গত বছর চ্যাট জিপিটি লাইভ করেছে। মাত্র এক সপ্তাহের মধ্যে বড় প্রযুক্তি জায়ান্টদের চমকে দিয়েছে এই চ্যাটবট। কৃত্রিম বুদ্ধিমত্তার উপর ভিত্তি করে গড়ে তোলা এই AI টুল এখন সবার কাছেই কৌতূহলের বিষয়। এই AI টুলটি আজ সারা বিশ্বে ব্যবহৃত হচ্ছে হচ্ছে। মানুষ এটি দিয়ে তাদের অনেক কাজ করছে। স্কুলের জন্য কবিতা লেখা হোক, অফিসের জন্য চিঠি বা অন্য কিছু এই চ্যাটবট সেকেন্ডে অনেক কিছু করতে পারে। তবে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পাওয়া এই চ্যাটবট সম্প্রতি ইতালিতে নিষিদ্ধ করা হয়েছে। জেনে নিন এর কারণ।
7th Pay Commission: ফের বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন ! জুলাই মাসে মহার্ঘ ভাতার নতুন হিসেব