সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: তারকেশ্বর (Tarakeshwar) যাওয়ার পথে মর্মান্তিক মৃত্যু ১৯ বছরের যুবকের (Youth Died)। শোকের আবহ অশোকনগরের (Ashoknagar) দেবীনগর এলাকায়। মৃতের নাম সুবীর চক্রবর্তী।


কী ঘটেছিল?
উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানার দেবীনগর এলাকায় বাসিন্দার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। শেওড়াফুলি ঘাটে ঘটনাটি ঘটেছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গত বুধবার মাসির সঙ্গে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে বেরিয়েছিলেন ওই যুবক। কিন্তু শেওড়াফুলি ঘাটে জল নিতে নামতেই বিপত্তি! সাঁতার না জানায় তলিয়ে গেলেন ১৯ বছরের যুবক, সুবীর চক্রবর্তী। ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মা। স্তম্ভিত গোটা গ্রাম। তবে মর্মান্তিক ঘটনার জন্য মা পুরোপুরি দায়ী করেছেন ছেলের মাসিকে। গত বুধবার প্রায় রাত্রি ১০:১৫ নাগাদ তারকেশ্বরে পুজো দিতে উত্তর ২৪ পরগনা জেলার হাবরা নগরথুবা এলাকায় মাসির বাড়ি গিয়েছিলেন সুবীর। সেখানেই ৪০-৪২ জন নিয়ে লরিতে করে তারকেশ্বরের দিকে রওনা দেন তাঁরা। লরিতেই ছিলেন অশোকনগর দেবীনগরের বাসিন্দা ১৯ বছরের সুবীর। পুলিশ জেনেছে, পড়াশোনার পাশাপাশি হাবরা থানার সামনে অনলাইন কাজও করতেন। কিন্তু  এমন বিপত্তিতে শোকাহত গোটা গ্রাম। স্থানীয় বাসিন্দারা দাবি করেন, আত্মীয়রাই একদম দায়িত্বজ্ঞানহীন। যদিও বিষয়টি স্রেফ দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখা হবে বলে জানাচ্ছেন স্থানীয়রা। পুলিশে লিখিত অভিযোগ করা হবে বলেও মায়ের দাবি।


মাসখানেক আগে মৃত্যু...
মাসখানেক আগে দোলের দিনে কার্যত এক ঘটনা ঘটেছিল কলকাতায়। দুই জায়গায় দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায় সে দিন। মানিকতলার অরবিন্দপল্লিতে পুকুর থেকে উদ্ধার করা হয় বছর ৫০-এর সুশান্ত পাইনের মৃতদেহ। অন্যদিকে, একইভাবে রানিকুঠির একটি পুকুর থেকে উদ্ধার হয় ২৯ বছরের রাহুল হাজরার। স্থানীয় সূত্রে খবর, মৃত দু'জনই সকাল থেকে রং খেলেছিলেন। তারপর পুকুরে স্নান করতে নেমে তলিয়ে যান দু'জনই। পরে পুলিশ এসে ডুবুরি নামিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে। দোল খেলার পর জলে নেমেই কি মর্মান্তিক পরিণতি ? খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ। এর মধ্যে সুশান্ত পাইনের দুপুর ৩ টে নাগাদ মৃত্যু হয় বলে অভিযোগ। যারপরই খবর দেওয়া পুলিশ দমকলে। জানা যায় পুকুরের কাছে ডুবুরি পৌঁছয় বিকেল চারটেয়। আধঘণ্টা তল্লাশির পর পুকুর থেকে দেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে খবর, আবির খেলার পর পুকুর পাড়ে বসেছিলেন। তারপর তিনি কীভাবে পুকুরে পড়ে গেলেন, নাকি তিনি নিজেই জলে নেমেছিলেন, তা নিয়ে খোঁজখবর করা শুরু করেছে মানিকতলা থানা।


আরও পড়ুন:হাওড়া থেকে বাতিল ট্রেন, আটকে যাত্রীরা, কোন কোন ট্রেন বাতিল রইল তালিকা