Sundar Pichai :  ওপেন এআই (Open AI)-এর সঙ্গে পাল্লা দিতে এবার কোম্পানির বড় পদেই কাটছাঁট করার সিদ্ধান্ত নিয়েছে গুগল (Google layoffs) । ওয়ার্ল্ড টেক জায়ান্ট (World Tech Giant) জানিয়েছে , ম্যানেজারের পদগুলিতে হবে এই ছাঁটাই। এই খবর দিয়েছে খোদ কোম্পানির সিইও সুন্দর পিচাই (Sundar Pichai)। 


কাদের চাকরি যাবে
বিজনেস ইনসাইডারের রিপোর্ট বলছে, গত কয়েক বছর ধরে প্রতিযোগী কোম্পানিগুলির সঙ্গে পাল্লা দিতে কোম্পানির অন্দরে বদল করেই চলেছে গুগল। এআই-এর ক্ষেত্রে বড় বিনিয়োগ করে কর্মী সংখ্য়া কমাতে চাইছে কোম্পানি। বর্তমানে ডিরেক্টর, ম্যানেজার, ভাইস প্রেসিডেন্ট পদে লোক কমাতে চাইছে কোম্পানি। এর আগে পিচাই বলেছিলন, গুগলকে আরও ২০ শতাংশ দক্ষ বানাতে হবে। এরপরই জানুয়ারিতে ১২ হাজার কর্মী ছাঁটাই করে কোম্পানি।


Google layoffs: কেন হঠাৎ এই ছাঁটাই
মূলত কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর ভর করে আগামী দিনে কাজ করতে চাইছে গুগল। যে জায়াগা.য় ইতিমধ্য়েই নিজেদের ভিত তৈরি করেছে ফেলেছে ওপেন ওআই। এই কোম্পানির অনেক প্রোডাক্ট পছন্দ করছেন গ্রাহকরা। তাই প্রতিযোগিতার বাজারে এআইকে আরও দক্ষ বানাতে চাইছে কোম্পানি। সেই কারণে কমানো হচ্ছে ম্যানেজারের মতো পদ। সেই জায়াগায় এআই দক্ষ লোক নিয়োগ করবে ওয়ার্ল্ড টেক জায়ান্ট।


কী নতুন প্রোডাক্ট আনছে গুগল
জেনারেটিভ এআই ছাড়াও এখন আরও এআই ভিত্তিক টুল আনার কাজ করছে গুগল। যেখানে এআই ভিডিয়ো জেনারেটর হতে পারে গুগলের তুরুপের তাস। এর পাশে রিজনিং মডেলের ওপরও গবেষণা চালাচ্ছে সুন্দর পিচাইয়ের কোম্পানি।


Google layoffs : এর আগে কবে ছাঁটাই
চলতি বছরের মে মাসেই গুগলের কোর টিম থেকে ২০০ জনকে ছাঁটাই করা হয়। ক্যালিফোর্নিয়ায় ইঞ্জিনিয়ারিং টিম থেকে বাদ পড়েন ৫০ জন। এই কোর টিমের কাজ ছিল কোম্পানির ফ্ল্যাগশিপ প্রোডাক্ট ছাড়াও ইউজার সেফটি ও বিশ্বের আইটি পরিকাঠামো তৈরি করা।


Sundar Pichai : কস্ট কাটিংয়ের কারণে বিভিন্ন বিভাগ থেকে কর্মী ছাঁটাই করেছে গুগল। আরও বড় কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে পারে কোম্পানি। সুন্দর পিচাইয়ের গুগল আরও সস্তায় কর্মী পেতে ইতিমধ্যেই একটা পুরো টিমকে ছাঁটাই করেছে। আরও কম বেতনের কর্মীর খোঁজে পাইথনের পুরো টিম ছাঁটাই করেছে পিচাইয়ের দল।


আরও পড়ুন এখানে : Traffic Rules: গাড়ি, বাইকের নম্বর প্লেটে স্লোগান লিখে রেখেছেন ? জরিমানা ছাড়াও হবে জেল