মালদা: চোপড়ার পরে এবার মালদায় আরেক 'JCB'! জমি বিবাদে লাঠি নিয়ে তৃণমূল নেতার তাণ্ডবের অভিযোগ মালদায়।জমি নিজের বলে দাবি করে দলবল নিয়ে চড়াও হয় বলে অভিযোগ। জমির মালিকরা বাধা দিলে তাড়া করে মারধোর করা হয় বলে অভিযোগ। তৃণমূল নেতার তাণ্ডব, রেহাই নেই মহিলাদেরও। মহিলা-সহ ৪জন আহত । অভিযুক্ত সাহেব দাস হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের INTTUC সভাপতি। 


ফের জমি দখলে অভিযুক্ত তৃণমূল। বাধা দেওয়ায় মহিলা সহ পরিবারের সদস্যদেরকে ব্যাপক মারধরের অভিযোগ। মারধরের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অভিযুক্ত তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি  সাহেব দাস , পূজন দাস সহ একাধিক তৃণমূল নেতা। যদিও ওই জমিটি তাদের বলে দাবি তৃণমূল নেতা সাহেব দাসের। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। আহতরা চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মালদা হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর এলাকার ঘটনা।


   অভিযোগ আজ মহেন্দ্রপুর এলাকায় দলবল নিয়ে জমি দখল করতে যান হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের আইএনটিটিউসির  ব্লক সভাপতি সাহেব দাস। এই সময় বাধা দিলে এক মহিলা সহ তার পরিবারের সদস্যদের কে ব্যাপক মারধোর করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনা  স্থলে ছুটে আয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। নিয়ন্ত্রণে আছে পরিস্থিত। আও তোরা চাচোল সুপার এস্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।


প্রসঙ্গত, সামনেই ছাব্বিশের ভোট। গত ভোট গুলিতে সবুজ ঝড়ের পর কড়া পদক্ষেপ শাসকদলের। এবার তোলাবাজির অভিযোগে বড়বাজারের যুব তৃণমূল নেতা তরুণ তিওয়ারি গ্রেফতার। পোস্তা থানার পুলিশের হাতে অভিযুক্ত সাসপেন্ডেড যুব তৃণমূল নেতা গ্রেফতার । দল বিরোধী কাজের অভিযোগে আজই দল থেকে সাসপেন্ড তরুণ তিওয়ারি।গ্রেফতার তরুণ তিওয়ারি, ২ শাগরেদ রাহুল সিংহ, রাহুল পুরোহিতও পাকড়াও 


আরও পড়ুন, ক্যানিংয়ে SDO-BDO অফিসের সামনেই অবাধে বালি-মাটি পাচার ! এবিপি আনন্দ-র ক্যামেরা দেখেই দৌড় চোরদের..


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।