Google Employees: বেশ কিছু সময় ধরেই গুগলের কর্মীরা চাপে আছেন। কর্মী ছাঁটাইয়ের ভয় সকলের মনে। এর আগেও বেশ কয়েকবার কর্মী ছাঁটাই করেছে গুগল। কস্ট কাটিংয়ের কারণে বিভিন্ন বিভাগ থেকে কর্মী ছাঁটাই করেছে গুগল। এবার প্রকাশ্যে এল আরও বড় কর্মী ছাঁটাইয়ের (Google Layoffs) কথা। সুন্দর পিচাইয়ের গুগল এবার আরও সস্তায় কর্মী পেতে একটা পুরো টিমকে ছাঁটাই করেছে। আরও কম বেতনের কর্মীর খোঁজে পাইথনের (Python) পুরো টিম ছাঁটাই করল গুগল।


আমেরিকার বাইরে থেকে কম বেতনের কর্মী আনা হবে


সংবাদসূত্রে জানা গিয়েছে, গুগল তাঁর পাইথনের গোটা টিমকে ছাঁটাই করেছে কারণ তাঁদের বেতন ছিল অত্যন্ত বেশি। এবার আমেরিকার বাইরে থেকে কম বেতনের কর্মী (Google Layoffs) এনে ফের নতুন করে এই টিম তৈরি করবে গুগল। ধারণা করা হচ্ছে নতুন এই টিমটি গড়ে উঠবে জার্মানির মিউনিখে। অনেক কম বেতনে কর্মী পাবে গুগল জার্মানিতে।


হতাশ গুগলের কর্মীরা


গুগলের একজন প্রাক্তন কর্মী গুগল পাইথন টিমে (Google Python Team) প্রায় ২০ বছর ধরে কাজ করছিলেন। তিনি লিখেছেন সমাজমাধ্যমে যে এটাই তাঁর সবথেকে ভাল চাকরি ছিল। আর এখন এই কর্মী ছাঁটাইয়ের কারণে তিনি খুবই মর্মাহত। এমনকী আরেকজন কর্মীর তরফে জানা যায় যে এই টিমের ম্যানেজারকেও ছাঁটাই করা হয়েছে। এবার থেকে বাইরে নতুন টিম গড়ে তোলা হবে। এই ছোট্ট টিমটাই গুগলের পাইথন সংক্রান্ত সমস্ত কাজকর্ম দেখাশোনা করত। শুধুমাত্র কম বেতনের কর্মীর খোঁজে তাঁদের ছাঁটাই করা হল।


অনেক বিভাগেই ছাঁটাই হয়েছে গুগলে


শুধু পাইথন বিভাগেই নয়, রিয়েল এস্টেট এবং ফিনান্স বিভাগেও কর্মী ছাঁটাই করেছে গুগল। গুগলের ফিনাস আধিকারিক রুথ পোরাট একটি ইমেলের (Google Python Team) মাধ্যমে জানিয়েছেন যে সংস্থা চাইছে তাঁদের মডেলটি আবার নতুন করে সাজাতে। বেঙ্গালুরু, মেক্সিকো সিটি এবং ডাবলিনে আরও বিস্তার চাইছে গুগল। এর আগে ইঞ্জিনিয়ারিং, হার্ডওয়্যার এবং অ্যাসিস্ট্যান্ট টিমের বহু কর্মীকে ছাঁটাই করেছে গুগল। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তার উপর বিনিয়োগ বাড়াতেই কর্মী ছাঁটাই করেছে গুগল।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Dividend Stocks: ক্রিসিল, এবিবি ইন্ডিয়ার শেয়ারে বাড়তি আয়ের সুযোগ, আরও কোন শেয়ারে ডিভিডেন্ড এই সপ্তাহে ?