UPI Payments: গুগল পে-তে ব্যবহারকারীরা এতদিন নিশ্চিন্তে ইউপিআই পেমেন্ট করতে পারছিলেন, কোনো চার্জ দিতে হত না। তবে মোবাইল রিচার্জের (Google Pay) ক্ষেত্রে কিছু টাকা চার্জ কাটা হত বাড়তি হিসেবে। এছাড়া অন্য কোনো ধরনের লেনদেনে চার্জ (UPI Payments) কাটা হত না। তবে এবার সেই সুবিধের দিন কি শেষ হতে চলেছে ? গুগল পে এবার থেকে নির্দিষ্ট কিছু ইউপিআই লেনদেনের ক্ষেত্রে কনভেনিয়েন্স ফি বসাতে চলেছে। ব্যবহারকারীদের খরচ বাড়বে এবার ?

এই ডিজিটাল পেমেন্ট (UPI Payments) জায়ান্ট গুগল পে জানিয়েছে যে ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে এই চার্জ ধার্য করা হতে পারে। জানা গিয়েছে এই ধরনের ইউপিআই লেনদেনে যে মূল্যের লেনদেন হচ্ছে তার ০.৫ থেকে ১ শতাংশ পর্যন্ত চার্জ কাটা হবে। এর সঙ্গে যুক্ত হবে জিএসটিও। তবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা ইউপিআই পেমেন্টের (Google Pay) ক্ষেত্রে কোনো চার্জ দিতে হবে না। ইউটিলিটি বিল পেমেন্টের ক্ষেত্রে যে সমস্ত ব্যবহারকারীরা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ব্যবহার করতেন, তাদের জন্য এবার এই কনভেন্সিয়েন্স ফি দিতে হবে।

আজ থেকে ঠিক এক বছর আগে কিছু অঙ্কের মোবাইল রিচার্জের ক্ষেত্রে ৩ টাকা সার্ভিস চার্জ নেওয়ার কথা জানিয়েছিল। সংবাদমাধ্যমে জানা গিয়েছে, সম্প্রতি এক গ্রাহক গুগল পে-তে (Google Pay) ক্রেডিট কার্ডের মাধ্যমে বিদ্যুতের বিল দেওয়ার সময় ১৫ টাকা কনভেনিয়েন্স ফি কাটা হয়েছে। এই টাকা কাটার কারণ হিসেবে লেবেলে লেখা রয়েছে প্রসেসিং ফি ফর ডেবিট অ্যান্ড ক্রেডিট কার্ড ট্রানসাকশন। ফিনটেক কোম্পানিগুলির লেনদেনের খরচ কমানোর লক্ষ্যে এই বিল পেমেন্টের ক্ষেত্রে কনভেনিয়েন্স ফি চালু করেছে গুগল পে। যেহেতু ইউপিআইয়ের ব্যবহার দিনে দিনে বেড়ে চলেছে, তাই রেভিনিউ ফ্লোর সঙ্গে গ্রোথের ভারসাম্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই অনেকে মনে করছেন।

ভারতে মোট ইউপিআই লেনদেনের ৩৭ শতাংশই হয় গুগল পে-র মাধ্যমে। ফোন-পে সংস্থার পরেই এই গুগল পে'র স্থান। ২০২৫ সালের জানুয়ারি মাসে ৮.২৬ লক্ষ কোটি টাকার ইউপিআই লেনদেন হয়েছে গুগল পে প্ল্যাটফর্মে। এর আগে ফোন-পে'তেও এই কনভেনিয়েন্স ফি চালু করা হয়েছিল। 

আরও পড়ুন: Railway Stock: এক খবরেই ছুট দিল রেলের এই স্টক, বাড়ছে মুনাফাও; এবার ঘুরে দাঁড়াবে স্টক ?