জোগানের সমস্যা, তাই কিনা নিজেদের বাজেট স্মার্ট ফোন বাজারে আনতে চাইছে না গুগল। মোবাইল বাজারে এই খবর রটতেই এবার নিজেই মুখ খুলল Pixel ব্র্যান্ড নির্মাণকারী সংস্থা। গুগলের তরফে জানানো হয়েছে, চলতি বছরেই তাদের Pixel 5a 5G বাজারে আনা হবে। তবে এটা হবে একটা মিড রেঞ্জ স্মার্ট ফোন।


কানাঘুষো চলছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে সব জল্পনার অবসান। গত ৯এপ্রিল এক বিবৃতিতে গুগল জানিয়েছে, চলতি বছরের শেষের দিকে প্রতীক্ষিত Pixel 5a 5G বাজারে আনছে তারা। বর্তমানে নিজেদের ফ্ল্যাগশিপ ফোন নিয়েই চিন্তাভাবনা করছে সংস্থা।গুগল Pixel 5-এর পর 6 নিয়েই ব্যস্ত তারা।

অতীতে গুগলের এই মিড রেঞ্জের স্মার্টফোন নিয়ে কম জল্পনা হয়নি। অ্যান্ড্রয়েড সেন্ট্রাল এক সূত্রের কথা বলে দাবি করে,Pixel 5a 5G বাজারে আসছে না। এই প্রজেক্ট পুরোপুরি বাতিল করেছে গুগল। পরে এই গুজবে আরও রসদ জোগায় একটি টুইট। যেখানে বলা হয়, পর্যাপ্ত পরিমাণ চিপ না থাকায় এই ফোনের কাজ থেকে সরে আসতে বাধ্য হয়েছে সংস্থা। যদিও গুগলের মুখপাত্র জানিয়ে দেন, এরকম কিছুই হয়নি।এই বছরের শেষের দিকেই মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানে পাওয়া যাবে Pixel 5a 5G।এদিকে ব্যুরো অফ ইন্ডিয়ান স্যান্ডার্ডসের BIS -এর মতে, ভারতেও আত্মপ্রকাশ করতে পারে এই ফোন।

শোনা যাচ্ছে, Pixel 4a 5G-র মতোই হার্ডওয়ার থাকবে এই ফোনে। পাঞ্চ হোল ডিজাইনের পাশাপাশি স্ন্যাপড্রাগনের প্রসেসর থাকবে এই বাজেট ফোনে। সঙ্গে থাকতে পারে ৫জি পরিষেবা পাওয়ার সুবিধা। এরই মধ্যে গুগল ইঙ্গিত দিয়ে রেখেছে Pixel 5a-র বিষয়ে। কবে এই স্মার্টফোন বাজারে আত্মপ্রকাশ করবে তা নিয়েও একপ্রকার কথা চলছে। 
 

শোনা যাচ্ছে, অগস্টেই এই ফোন বাজারে আসতে পারে। গত বছর এই অগস্টেই বাজারে এসেছিল Pixel 4a। কেউ কেউ দাবি করছেন, অগস্টের জন্য ফেলে না রেখে জুনেই এই ফোন গ্রাহকের সামনে আসতে পারে। একধাপ এগিয়ে আগামী মাসেই এই ফোনের আত্মপ্রকাশ হবে বলে মনে করছে টেকনোক্র্যাটদের একাংশ। অনেকের মতে, আগামী মাসে আইও ডেভেলপার কনফারেন্সে এই ফোনের বিষয়ে জানাবে সংস্থা।