নয়াদিল্লি: দেশের বাজারে পেঁয়াজের অত্যাধিক মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে কেন্দ্রের সরকার অবিলম্বে সব ধরনের পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করল। শাকসব্জি সমেত নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বেশ কিছুদিন ধরেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। নাভিঃশ্বাস উঠছে নিম্ন মধ্যবিত্ত সমেত আমজনতার। দিল্লি সমেত একাধিক রাজ্যে পেঁয়াজের দাম ৪০ টাকা কেজি পিছু ঘোরাফেরা করছে। পেঁয়াজের ঝাঁঝে নয়, তার দামের কোপে চোখে জল আমআদমির।
এই পরিস্থিতিতে ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) এক বিজ্ঞপ্তিতে বলেছে, সব ধরনের পিঁয়াজের রপ্তানি এখন থেকেই নিষিদ্ধ করা হল। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রকের অধীনস্থ ডিজিএফটি পেঁয়াজ সহ নানা পণ্যের রপ্তানি, আমদানি সংক্রান্ত বিষয়গুলি দেখাশোনা করে। ঘরোয়া বাজারে পেঁয়াজের সরবরাহ বহাল রাখতে, তার দাম নিয়ন্ত্রণে আনতেই নিষেধাজ্ঞা জারি করা হল। এই বিজ্ঞপ্তির আওতায় ট্রান্সিশনাল ব্যবস্থাপনা প্রযোজ্য হবে না বলে জানা গিয়েছে।
গত বছর ২৯ সেপ্টেম্বর সরকার পেঁয়াজের রপ্তানি নিষিদ্ধ করে সারা দেশে তার মজুতের সীমা বেঁধে দেয়। মহারাষ্ট্র, হরিয়ানায় বিধানসভা ভোটের আগে অগ্নিমূল্য় হয় পেঁয়াজের। সেবার দিল্লিতে পেঁয়াজের দাম কেজিতে ৮০
টাকা অবধি পৌঁছে গিয়েছিল। গত বছর কয়েকটি রাজ্যে বন্যার জেরে পেঁয়াজ সরবরাহে বিঘ্ন ঘটে। ৫ মাস নিষেধাজ্ঞা বহাল থাকার পর গত ১৫ মার্চ তা তুলে নেয় সরকার।