NPS Plan Scheme in India : বিবাহিত দম্পতি হলে আপনার জন্য রয়েছে সুখবর। কেন্দ্রীয় সরকার বিবাহিত দম্পতিদের ৭২,০০০ টাকা আর্থিক সাহায্য দিচ্ছে। এর জন্য বিবাহিত দম্পতিদের প্রতি মাসে ২০০ টাকা জমা দিতে হবে। আসলে মহিলাদের স্বনির্ভর করতে ন্যাশনাল পেনশন স্কিমের (NPS) মাধ্যমে এই কাজ করছে সরকার। যার সাহায্যে আপনি আপনার স্ত্রীর সঙ্গে বার্ষিক ৭২,০০০ টাকার তহবিল গড়তে পারেন।


NPS Plan: এই স্কিমে বিনিয়োগ করতে হলে
ন্যাশনাল পেনশন স্কিমে রেজিস্টার করতে আপনার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা জন ধন অ্যাকাউন্ট ও আধার কার্ড থাকতে হবে। এই স্কিমে আপনার বয়স ৩০ বছর হলে প্রতি মাসে ১০০ টাকা বিনিয়োগ করতে হবে। অর্থাৎ ১ বছরে ১২০০ টাকা জমা দিতে হবে। এইভাবে, ৬০ বছর বয়সের মধ্যে আপনার মোট ৩৬ হাজার টাকা সরকারের কাছে জমা হবে। এই ভিত্তিতে, আপনি প্রতি মাসে ৩০০০ হাজার টাকা পেনশন পেতে থাকবেন। আপনার পরে নমিনি স্ত্রী প্রতি মাসে ১৫০০ টাকা পেনশনের অর্ধেক পাবেন। যদি স্বামী-স্ত্রী উভয়েই এর অংশ হন, তাহলে উভয়েই এইভাবে প্রতি মাসে মোট ৬০০০ টাকা পেনশন পাবেন। এর অর্থ, আপনি ও আপনার স্ত্রী সরকারের কাছ থেকে বছরে ৭২,০০০ টাকা পাওয়ার অধিকারী হবেন।


NPS Plan Scheme in India: রিটার্ন বাড়তে পারে


আপনি যদি কেন্দ্রীয় সরকারের স্কিমে বিনিয়োগ করতে চান, তবে এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। এই স্কিমের সুবিধা নিতে আপনার বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। জাতীয় পেনশন প্রকল্পের উদ্দেশ্য হল অবসর গ্রহণের পরে সব বিনিয়োগকারীদের পেনশন দেওয়া।


NPS Plan: অবসর গ্রহণের পর আত্মনির্ভর 
এই ন্যাশনাল পেনশন স্কিমে বিনিয়োগ করলে সব নাগরিক অবসর গ্রহণের পরে স্বাবলম্বী থাকবেন। তাদের আর্থিক সমস্যায় পড়তে হবে না। এই 
স্কিমে বিনিয়োগ করে আপনি অবসর গ্রহণের পরেও আর্থিকভাবে স্বাধীন জীবনযাপন করতে পারবেন।


আরও পড়ুন : NPS Update: পেনশনারদের জন্য দারুণ খবর! ৩০ সেপ্টেম্বর আসছে স্কিম, এবার পাবেন নিশ্চিত রিটার্ন