NPS Assured Return Scheme: দেশের লক্ষাধিক পেনশনারদের জন্য রয়েছে দারুণ খবর। এবার পেনশনহোল্ডারদের জন্য  জাতীয় পেনশন সিস্টেমের (NPS)-এর অধীনে ন্যূনতম নিশ্চিত রিটার্ন স্কিম নিয়ে আসতে চলেছে পেনশন নিয়ন্ত্রক বডি PFRDA। এই স্কিমের মাধ্যমে গ্যারান্টেড রিটার্ন পাবেন বিনিয়োগকারী। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ন্যাশনাল পেনশন সিস্টেমে(NPS) চালু করা হতে পারে এই স্কিম।


NPS Update: ৩০ সেপ্টেম্বর থেকে স্কিম


PFRDA চেয়ারপার্সন সুপ্রতিম বন্দ্যোপাধ্যায় বলেছেন, '' আমরা বর্তমানে ন্যূনতম গ্যারান্টি রিটার্ন স্কিম নিয়ে কাজ করছি। পিএফআরডিএ তার বিনিয়োগকারীদের উপর মুদ্রাস্ফীতি ও টাকার অবমূল্যায়নের প্রভাব বোঝে। বর্তমানে NPS-এ একটি ন্যূনতম রিটার্ন স্কিমের উপর কাজ চলছে, যা বিনিয়োগকারীদের বিপুল পরিমাণে সুনিশ্চিত অর্থ পেতে সাহায্য করবে। ন্যূনতম গ্যারান্টি স্কিম ৩০ সেপ্টেম্বর থেকে শুরু করা হতে পারে।''


NPS Assured Return Scheme: বার্ষিক রিটার্ন পাবেন ১০.২৭ শতাংশ


সুপ্রতিম বন্দোপাধ্যায়ের জানিয়েছেন, গত ১৩ বছরে জাতীয় পেনশন প্রকল্পে বিনিয়োগকারীদের বার্ষিক ১০.২৭ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি থেকে পরিত্রাণ দেওয়ার চেষ্টা করা হচ্ছে পেনশন প্রকল্পে বিনিয়োগকারীদের। এনপিএসের অধীনে আমানতকারীরা যাতে ভাল রিটার্ন পান সেদিকে জোর দিচ্ছে PFRDA । সেই কারণেই গ্যারান্টি রিটার্ন স্কিম আনা হচ্ছে। এর ফলে দেশের কোটি কোটি মানুষ উপকৃত হবেন ও জাতীয় পেনশনের জন্য আবেদনকারীর সংখ্যাও দ্রুত বৃদ্ধি পাবে।


NPS Update: ২০ লাখ গ্রাহক


PFRDA-এর চেয়ারপারসনের মতে, পেনশন সম্পদের আকার ৩৫ লক্ষ কোটি টাকা, যার মধ্যে ২২ শতাংশ অর্থাৎ মোট ৭.৭২ লক্ষ কোটি টাকা NPS ও ৪০ শতাংশ EPFO ​​(কর্মচারী ভবিষ্য তহবিল সংস্থা)-র কাছে রয়েছে। এতে আবেদনের সর্বোচ্চ বয়স এখন ৭০ বছর করা হয়েছে। যে কারণে গ্রাহক সংখ্যা অনেক বেড়েছে। এখন মোট গ্রাহক সংখ্যা ৩.৪১ লাখ থেকে ৯.৭৬ লাখ হয়েছে। অনেকদিন ধরেই এই নতুন স্কিমের বিষয়ে পরিকল্পনা করছিল PFRDA। এবার সেই খবর নিশ্চিত করলেন খোদ PFRDA চেয়ারপার্সন ।


আরও পড়ুন : 8th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দুঃসংবাদ! অষ্টম বেতন কমিশন নিয়ে কী বলল সরকার ?