Salary News: জল্পনা চলছিল বহুদিন ধরেই। ২০২৪ সালে লোকসভা (Loksabha Election 2024) নির্বাচনকে কেন্দ্র করে ফের পালে হাওয়া লাগে অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) বিষয়ে। যা নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন মোদি সরকারের(PM Modi)মন্ত্রী। 


রাজ্য়সভায় অষ্টম বেতন কমিশন নিয়ে কথা
অষ্টম বেতন কমিশন গঠনের অপেক্ষায় থাকা কেন্দ্রীয় কর্মচারীদের জন্য বড় ধাক্কা। অষ্টম বেতন কমিশন গঠনের বিষয়ে এদিন রাজ্যসভায় মুখ খোলেন অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী।  প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে তিনি বলেন,'এই জাতীয় কোনও প্রস্তাবের বিষয়ে সরকার এখন ভাবছে না।'


অষ্টম বেতন কমিশন কি হবে না ?
 রাজ্যসভার সদস্য রামনাথ ঠাকুর এদিন অষ্টম বেতন কমিশনের বিষয়ে অর্থমন্ত্রীকে জিজ্ঞাসা করেন। তিনি বলেন, সপ্তম বেতন কমিশনের অনুচ্ছেদ 1.22 বিবেচনা না করার বেতন বৃদ্ধির বিষয়ে অনুমোদন না করার কারণ কী। এই প্রশ্নের জবাবে অর্থ প্রতিমন্ত্রী বলেন, সপ্তম বেতন কমিশনের ভিত্তিতে বেতন-ভাতা সংশোধনের অনুমোদন দেওয়ার সময় কেন্দ্রীয় মন্ত্রিসভা এখনও এই বিষয়টি বিবেচনা করেনি।


কী রয়েছে সপ্তম বেতন কমিশনের ওই অনুচ্ছেদে 
সপ্তম বেতন কমিশনের রিপোর্টের অনুচ্ছেদ 1.22-এ 5 বছর পর ফিটমেন্ট ফ্যাক্টর পর্যালোচনা করার সুপারিশ করা হয়েছে। এই ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি হলে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন বৃদ্ধির পথ প্রশস্ত হবে। কিন্তু সরকার তা বাস্তবায়ন এড়িয়ে যাচ্ছে।


বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির এই হাল ?
এদিন অষ্টম বেতন কমিশন নিয়ে অর্থমন্ত্রীকে আরও প্রশ্ন করা হয়েছিল। যেখানে বেতন কমিশনের বোঝা সরকার বহন করার মতো অবস্থায় নেই বলেই কি অষ্টম বেতন কমিশন গঠন করা হচ্ছে না? বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি বলে দাবি করা সরকার কেন গত ৩০ বছর ধরে মুদ্রাস্ফীতির মুখোমুখি কেন্দ্রীয় কর্মচারীদের বেতন পর্যালোচনা করতে অষ্টম বেতন কমিশন গঠন করছে না? এই নিয়ে প্রশ্ন করা হয়। যার জবাবে অর্থ প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের কোনও প্রস্তাব সরকারের বিবেচনাধীন নেই।




কবে শেষ বেতন কমিশন ?


ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় কর্মীরা অবিরাম সরকারের কাছে অষ্টম বেতন কমিশন গঠনের দাবি জানাচ্ছেন। প্রতি 10 বছর পর সরকার সরকারি কর্মচারীদের বেতন এবং পেনশনভোগীদের পেনশন বাড়ানোর জন্য একটি নতুন বেতন কমিশন গঠন করে। বেতন কমিশনকে তার রিপোর্ট এবং সুপারিশ জমা দেওয়ার জন্য 18 মাস সময় দেওয়া হয়েছে। 7ম বেতন কমিশন 2014 সালে গঠিত হয়েছিল এবং এর সুপারিশগুলি 1 জানুয়ারি, 2016 থেকে কার্যকর করা হয়েছিল।


Multibagger Stock: ২৪ টাকার স্টক ৪৩৪ টাকায়, ১০ বছরে ৫০০০ রিটার্ন