New IT Plans of Government: দেশের সংবাদপত্র ডিজিটাল নিউজ প্লাটফর্মের (Digtal News Platform) জন্য আসতে চলেছে সুখবর। এবার থেকে ভারতীয় সংবাদমাধ্যমের বিষয়বস্তু দেখানোর জন্য লাভের অংশ দিতে হবে বিশ্বের বড় প্রযুক্তি কোম্পানিগুলিকে। এই তালিকায় নাম রয়েছে গুগল, মেটা, ইউটিউব ছাড়াও আরও অন্যদের। নিজেই এই খবর নিশ্চিত করেছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর।
Google, Youtube have to pay: কী অভিযোগের ভিত্তিতে আইনে সংশোধন !
বহুদিন ধরেই বিশ্বের বড় প্রযুক্তি কোম্পানিগগুলির বিরুদ্ধে উঠছিল এই অভিযোগ। এই নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদনও করেছিলেন দেশের সংবাদপত্র ও ডিজিটাল নিউজ প্লাটফর্মগুলি। তাঁদের অভিযোগ, দেশের সংবাদমাধ্যমের 'অরিজিনাল কনটেন্ট' নিজেদের প্লাটফর্মে দেখিয়ে লাভ তুলছে গুগল , মেটার মতো কোম্পানি। অথচ নিজেরা খবর তৈরি করেও সেই অনুযায়ী লাভের ফল দেখতে পারছে না ভারতীয় মিডিয়া।
Government New IT Plans: কী বলছে সরকার ?
কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর জানিয়েছেন, দেশের সংবাদমাধ্যমের এই অভিযোগ বিবেচনা করছে সরকার। সেই অনুযায়ী, আইটি আইন সংশোধনের পথে হাঁটতে পারে কেন্দ্র। সবকিছু নিয়মমাফিক হলে , আগামী দিনে দেশের সংবাদপত্র ও ডিজিটাল সংবাদের কোম্পানিগুলিকে লাভের অংশ দিতে হবে বিশ্বের বড় প্রযুক্তি কোম্পানিগুলিকে।
Big Tech Companies In List: কাদের দিতে হবে লাভের অংশ ?
ভারতের সংবাদমাধ্যমের খবর দেখিয়ে প্রচুর লাভ করছে বিশ্বের টেক জায়ান্টরা। এই তালিকায় রয়েছে গুগল, ইউটিউব, হেয়াটসঅ্যাপ, ফেসবুক বা মেটা, ইনস্টাগ্রামের নাম। তবে শুধু এই কোম্পানিগুলিই নয়, ভারতীয় সংবাদমাধ্যমের খবর দেখিয়ে লাভের অংশ দিতে হবে মাইক্রোসফট, অ্যাপল, ট্যুইটার ছাড়াও আরও বেশকিছু কোম্পানিকে। মন্ত্রী জানিয়েছেন, বিবেচনার পর্যায়ে থাকলেও শীঘ্রই এই নিয়ে আইনের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। এখন দেখার, সরকারের তথ্য প্রযুক্তি আইনে সংশোধন কীভাবে নেয় টেক জায়ান্টরা।
আরও পড়ুন : SBI Charges: এটিএম থেকে বার-বার টাকা তুলছেন ? জেনে নিন, কোন পরিষেবায় কত চার্জ কাটে SBI