Sukanya Samriddhi Yojna: স্বল্প সঞ্চয়ে সুদের হার বাড়াল সরকার। ১ এপ্রিল থেকে সুকন্যা সমৃদ্ধি যোজনায় পাবেন ৮ শতাংশ সুদ। আগে যা ছিল ৭.৬ শতাংশ। তবে পিপিএফ-এ সুদের হার বাড়ায়নি সরকার। আগের ৭.১ শতাংশই রাখা হয়েছে হার। জেনে নিন, কোন কোন যোজনায় কী হারে সুদ বাড়িয়েছে সরকার।
Small Savings Schemes: ১ এপ্রিল থেকে কত তারিখ পর্যন্ত পাবেন এই হার ?
মধ্যবিত্তের জন্য নতুন অর্থবর্ষে দারুণ খবর শোনাল মোদি সরকার। ১ এপ্রিল ২০২৩-২৪ অর্থ বর্ষের শুরুতেই স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার বাড়িয়েছে কেন্দ্র। ট্যুইট করে এই নতুন সুদের হার সম্পর্কে ঘোষণা করেছে অর্থমন্ত্রক। যেখানে বলা হয়েছে,আগামী ৩০ জুন অর্থাৎ দ্বিতীয় ত্রৈমাসিক শুরু না হওয়া পর্যন্ত এই নতুন সুদের হার বলবৎ থাকবে।
এই সেভিংস স্কিমগুলিতে চতুর্থ ত্রৈমাসিক 2022-23-এ সুদ ছিল 2023-24 প্রথম ত্রৈমাসিকে সুদ হলসেভিংস ডিপোজিট 4.00% 4.00%1 বছরের আমানত 6.60% 6.80%2 বছরের আমানত 6.80% 6.90%3 বছরের আমানত 6.90% 7.00%5 বছরের আমানত 7.00% 7.50%5 বছরের রেকারিং ডিপোজিট 5.80% 6.20%সিনিয়র সিটিজেন সেভিংস 8.00% 8.20%মান্থলি ইনকাম অ্যাকাউন্ট 7.10% 7.40%জাতীয় সঞ্চয়পত্র 7.00% 7.70%পিপিএফ 7.10% 7.10%কিষাণ বিকাশ পত্র 7.2% (120 মাস) 7.5% (115 মাস)সুকন্যা সমৃদ্ধি যোজনা 7.60% 8.00%
আরও পড়ুন: Aadhaar Pan Link: আধার প্যান লিঙ্ক না করলে আটকে যাবে এই ১০টি কাজ