Small Savings Scheme: আশাহত করল না মোদি সরকার। স্বল্প সঞ্চয়ে ফের সুদের হার বৃদ্ধি করল কেন্দ্র। ১ জানুয়ারি থেকে NSC, পোস্ট অফিসের সেভিংস স্কিম ছাড়াও সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের সুদের হার বাড়ানো হল। যদিও পিপিএফ-এ সুদের হারে কোনও পরিবর্তন হল না।
PPF Update: এই দুই স্কিমে বাড়ল না সুদ
এই নিয়ে টানা দ্বিতীয়বার ত্রৈমাসিকে সুদের হারে বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। অর্থনীতিতে সুদের হারের সঙ্গে সামঞ্জস্য রাখতেই ১ জানুয়ারি থেকে এই নতুন সুদের হার কার্যকর হতে চলেছে। তবে, পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) ও সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হারে কোনও পরিবর্তন করা হয়নি।
NSC Interest Rate: কত বাড়ল সুদের হার ?
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC)-তে ১ জানুয়ারি থেকে ৭ শতাংশ সুদের হার দেবে সরকার, যা বর্তমানে ৬.৮ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। একইভাবে, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বর্তমানে ৭.৭ শতাংশের পরিবর্তে ৮ শতাংশ সুদ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। ১ থেকে ৫ বছর মেয়াদি পোস্ট অফিসের মেয়াদি আমানত প্রকল্পের সুদের হার ১.১ শতাংশ পয়েন্ট পর্যন্ত বৃদ্ধি পাবে। মাসিক আয় স্কিমেও ৬.৭ শতাংশ থেকে ৭.১ শতাংশ সুদ দেওয়া হবে৷
PPF Rate Hike: এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার বৃদ্ধি করা হয়েছিল
সম্প্রতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে কেবল কিষাণ বিকাশ পত্রের সুদের হার ৬.৯ শতাংশ থেকে ৭ শতাংশে বৃদ্ধি করা হয়েছিল। এই ক্ষেত্রে স্কিমের মেয়াদকাল ১২৪ মাস থেকে কমিয়ে ১২৩ মাস করা হয়েছে৷ সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের সুদের হার ৭.৪ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৬ শতাংশ করা হয়েছে। আসলে দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে চলতি বছরে কয়েকবার রেপো রেট বৃদ্ধি করে রিজার্ভ ব্যাঙ্ক। যার ফলে বহু সরকারি,বেসরকারি ব্যাঙ্ক স্থায়ী আমানতে সুদের হার বাড়িয়ে দেয়। বযাঙ্কগুলি তিনবার সুদের হার বৃদ্ধি করলেও সরকারি স্কিমে সেভাবে সুদ বাড়ায়নি কেন্দ্রীয় সরকার। যে কারণে এবার স্বল্প সঞ্চয়ে সুদের হার বৃদ্ধির দিকে তাকিয়ে ছিলেন বিনিয়োগকারীরা। তবে কিছু ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি না হওয়ায় অনেকটাই হতাশ হয়েছেন আমানতকারীরা। মূলত, অর্থ সুরক্ষিত জায়গায় রাখার পাশাপাশি স্বল্প সঞ্চয়ে ভাল সুদে দেয় সরকারি স্কিমগুলি। তাই এখানে টাকা রাখতে উৎসাহ পান বেশিরভাগ বিনিয়োগকারী।
আরও পড়ুন : ITR Filing: ৩১ ডিসেম্বরের মধ্যে এই কাজ না করলে ১০,০০০ টাকা জরিমানা