পার্থপ্রতিম ঘোষ, হাওড়া: বাগনানে জাতীয় সড়কে ঝাড়খণ্ডের অভিনেত্রী খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। এবার নিহত রিয়া কুমারীর দেওর সন্দীপ কুমারকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, রিয়ার দাদার করা অভিযোগপত্রে নাম রয়েছে এই সন্দীপের। প্রকাশের ভাই সন্দীপ পেশায় শ্যুটিং কোচ।  যদিও ধৃতের দাবি, কী হয়েছে জানতে থানায় এলে তাঁকে গ্রেফতার করা হয়। রিয়ার পরিবার তাঁদের বদনাম করার চেষ্টা করছে বলেও দাবি করেছেন ধৃত সন্দীপ। 


অভিযোগ অস্বীকার:
এদিকে, দফায় দফায় জেরার পরেও এখনও নিজের বক্তব্যে অনড় রয়েছেন নিহত অভিনেত্রীর স্বামী প্রকাশ কুমার। খুন করেনি বলে এখনও দাবি জানিয়ে যাচ্ছেন প্রকাশ। এর আগে প্রকাশকে ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।


এর আগে তিনি দাবি করেছিলেন,  '২ বছরের মেয়ে রয়েছে আমার, স্ত্রীকে খুন করিনি'। সূত্রের খবর, পুলিশি জেরায় প্রকাশ জানিয়েছেন, তাঁর মা-বাবার সঙ্গে থাকতেন প্রথম পক্ষের স্ত্রী। দ্বিতীয় স্ত্রী রিয়া থাকতেন ফ্ল্যাটে। প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে প্রকাশের যোগাযোগ রাখা পছন্দ করতেন না রিয়া, এমনটাই খবর সূত্রের। রিয়ার লাইফ স্টাইল নিয়ে আপত্তি ছিল প্রকাশের। অভিনেত্রীর খুনের ঘটনায় একাধিক মিসিং লিঙ্ক রয়েছে।


কী কী প্রশ্ন?



  • রাঁচি থেকে এত দূরে বাগনানে এসে কেন খুন?

  • আদৌ কি বাগনানেই খুন করা হয়?

  • খুনের মোটিভই বা কী? এই সব প্রশ্নের উত্তর খুঁজছে বাগনান থানার পুলিশ। 


কী ঘটেছিল?
বুধবার ভোরে হাওড়ার বাগনানে, জাতীয় সড়কের ওপর খুন হন ঝাড়খণ্ডের অভিনেত্রী ইউটিউবার রিয়া কুমারী। যিনি ইশা আলিয়া নামেও পরিচিত। সন্তানের সামনেই পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে, তাঁকে খুন করা হয়। অভিনেত্রীর স্বামী প্রকাশ কুমার দাবি করেন, তাঁর স্ত্রীকে খুন করেছে ছিনতাইবাজ দুষ্কৃতীরা। কিন্তু, রিয়ার দাদা দাবি করেন, রিয়াকে খুন করেছেন, তাঁর স্বামী। প্রকাশ কুমার, তাঁর প্রথম পক্ষের স্ত্রী, প্রকাশের দুই ভাই, সন্দীপ কুমার ও আকাশ কুমারের নামে বাগনান থানায় FIR করেন মৃতার দাদা। অভিযোগ দায়েরের পরেই বৃহস্পতিবার গ্রেফতার করা হয় প্রকাশ কুমারকে। শুক্রবার গ্রেফতার হন তাঁর ভাই।


আরও পড়ুন: বন্দে ভারত এক্সপ্রেস স্টেশনে ঢুকতেই ওঠার চেষ্টা, বোলপুরে বিশৃঙ্খলা