নয়াদিল্লি : অনলাইন গেমিংয়ে (Online Gaming) নেমে এল বড়সড় জিএসটি খাঁড়া। এবার থেকে ২৮ শতাংশ জিএসটি (GST) জারি হতে চলেছে অনলাইন গেমিংয়ের ক্ষেত্রে। ঘোড়দৌড়, ক্যাসিনোর ক্ষেত্রেও একই হারে কর ধার্য হতে করতে চলেছে কেন্দ্রীয় সরকার (Central Government)। জিএসটি কাউন্সিলের বৈঠকের (GST Council Meet) পর যে তথ্য সামনে উঠে এসেছে। এদিকে, ক্যানসারের বিরুদ্ধে প্রয়োজনীয় ওষুধ থেকে সিনেমাহলে খাওয়া-দাওয়ার খরচ কমতে চলেছে। 


অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের (Nirmala Sitharaman) উপস্থিতিতে মঙ্গলবার বসেছিল জিএসটি কাউন্সিলের ৫০ তম বৈঠক। নয়াদিল্লিতে যে বৈঠকে হাজির হয়েছিলেন পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও। যে বৈঠকে ঠিক হয়েছে, জিএসটি-র নিয়ম সংশোধন করে অনলাইন গেমিংয়ের ক্ষেত্রে ১৮ থেকে বাড়িতে ২৮ শতাংশ জিএসটি জারি করা হতে চলেছে। যে সিদ্ধান্তের পর স্বাভাবিকভাবেই প্রবল হতাশ অনলাইন গেমিং ইন্ডাস্ট্রি। তবে জিএসটিতে এই বৃদ্ধি 'নৈতিকতার ভিত্তিতে'। ঘোড়দৌড়, ক্যাসিনো খেলার সঙ্গে একই গোত্রে দেখা হয়েছে অনলাইন গেমিংকেও।


যদিও জিএসটি কাউন্সিলের বৈঠকে একাধিক বিষয়ে কর-হার কমানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য, ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে ব্যবহার হওয়া ওষুধের দাম। ক্যানসার ও ফুড ফর স্পেশাল মেডিক্যাল পারপাসে এতদিন ১২ শতাংশ জিএসটি ধার্য করা হত। যা থেকে জিএসটি প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।


পাশাপাশি জনসাধারণের মুখে হাসি ফোটাবে সিনেমাহলে খাওয়া-দাওয়ার খরচের ক্ষেত্রে জিএসটি কমানোর সিদ্ধান্ত। বিভিন্ন সিনেমাহলের মধ্যে যে সমস্ত রেস্তোঁরা বা ফুডচেন রয়েছে তারা এতদিন খাওয়া বা পানীয়র জন্য ১৮ শতাংশ জিএসটি ধার্য করত। যা ৫ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে জিএসটি কাউন্সিলের বৈঠকে। 


এদিকে, মাল্টি ইউটিলিটি ভেহিকলে (MUV) এবার থেকে ২২ শতাংশ জিএসটি ধার্য করা হবে বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জিএসটি কাউন্সিলের বৈঠকে। যে গাড়ির তালিকায় সেডানগুলিকে তালিকাভুক্ত করা হয়নি। তামিলনাড়ু ও পাঞ্জাবের অর্থমন্ত্রীদের আপত্তির জেরেই এমইউভি-র তালিক থেকে আপাতত বাদ রাখা হয়েছে সেডান ক্লাসের চারচাকাকে।


এদিকে, জরি-ইমিটেশন থেকে মাছ তরতাজা রাখতে ব্যবহার হয় এমন দ্রবণ (তরল) ও কোনও বেসরকারি সংস্থার জন্য স্যাটেলাইট লঞ্চের জন্য খরচের ওপর জিএসটি খরচ কমানোর সিদ্ধান্ত হয়েছে জিএসটি কাউন্সিলের ৫০তম বৈঠকে।


আরও পড়ুন- টাটা নিয়ে এল ইলেকট্রিক সাইকেল, রেঞ্জ জানলে অবাক হবেন !


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial