Tata Stryder: পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel) দাম বৃদ্ধির কারণে এখন ইলেকট্রিক গাড়ির (Electric Cars) দিকে ঝুঁকছে দেশ। গাড়ি, বাইকের পাশপাশি এখন ইলেকট্রিক সাইকেলের (Electric Cycle)চাহিদাও বাড়ছে ভারতে। দেশবাসীর সেই চাহিদার কথা মাথায় রেখে টাটা আনল ইলেকট্রিক সাইকেল (Tata Strider E-Cycle)।
Tata Strider E-Cycle: হতে পারে লাভজনক বিকল্প
স্ট্রাইডার, টাটা ইন্টারন্যাশনালের মালিকানাধীন একটি কোম্পানি, তাদের নতুন বৈদ্যুতিক সাইকেল চালু করেছে। কোম্পানি তার ই-বাইকের নাম দিয়েছে জেটা প্লাস, যা পরিবহণের ক্ষেত্রে পরিবেশ বান্ধব, নির্ভরযোগ্য ও লাভজনক বিকল্প হিসেবে প্রমাণিত হতে পারে। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখেই এই উদ্যোগ নিয়েছে কোম্পানি।
Auto: জেটা প্লাস ব্যাটারি ও পাওয়ার
কোম্পানি এই বাইকটিতে 250W BLDC মোটর ব্যবহার করেছে, যা প্রতিটি আবহাওয়ায় ভাল কাজ করতে সক্ষম। এই মডেলে একটি 36V-6Ah ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে, যা 216Wh এর পাওয়ার আউটপুট দেয়। এটি এক চার্জে 30 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এর সর্বোচ্চ গতি 25 কিমি প্রতি ঘণ্টা।
Electric Cycle: ডুয়াল ডিস্ক ব্রেক
কোম্পানি এই বৈদ্যুতিক ডুয়াল ডিস্ক ব্রেক দিয়েছে, যে কারণে এই দু-চাকা আরও ভালভাবে নিয়ন্ত্রণ করা যায়। তাই ইলেকট্রিক সাইকেল কেনার ইচ্ছে থাকলে দেখতে পারেন টাটার এই পণ্য।
Tata Stryder: জেটা প্লাস ই সাইকেলের দাম
টাটার এই সাইকেলের দাম রাখা হয়েছে 26,995 টাকা, যা এর প্রাথমিক মূল্য। কোম্পানি এই দামে এই সাইকেলটি তার প্রথম কয়েকজন গ্রাহকের কাছে বিক্রি করবে, পরে এর দাম 6,000 টাকা বাড়ানো হবে। এই সাইকেলটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে।
iphone 14: ভারতের প্রথম কোনও কোম্পানি হিসাবে টাটা গ্রুপ তৈরি করবে অ্যাপলের আইফোন (Apple iphone)। শীঘ্রই এই বিষয়ে চুক্তি সম্পন্ন করতে চলেছে কোম্পানি। সব ঠিক চললে অগাস্টেই অ্য়াপলের ফোন প্রস্তুতকারী সংস্থা উইস্ট্রন অধিগ্রহণ করবে টাটা গ্রুপ (Tata Group)।
Tata Group: সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে টাটার এই চুক্তির খবর। শোনা যাচ্ছে, অ্যাপলের ফোন প্রস্তুতকারক উইস্ট্রনের কর্নাটকের প্লান্ট কিনতে চলেছে টাটা গ্রুপ। ৬০০ মিলিয়ন ডলারের এই কোম্পানি নিয়ে হতে চূড়ান্ত চুক্তি। গত এক বছর ধরে এই কোম্পানি কেনার বিষয়ে আলোচনা চালিয়ে গিয়েছে টাটা গ্রুপ। এবার তারই সুফল পেতে চলেছে কোম্পানি। কর্নাটকের এই প্লান্টে বর্তমানে আইফোন ১৪ (iphone 14) তৈরি চলছে। যেখানে কাজ করেন ১০ হাজার কর্মী।
আরও পড়ুন : Hyundai Exter এল ভারতে, টাটা পাঞ্চের সঙ্গে হবে প্রতিযোগিতা, কী কী ফিচার থাকবে গাড়িতে
Car loan Information:
Calculate Car Loan EMI