Cancer Medicine: জিএসটি কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে যে এবার থেকে ক্যানসারের ওষুধের উপর থেকে জিএসটি কমানো হবে। সোমবার ৯ সেপ্টেম্বর অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বে এই জিএসটি কাউন্সিলের ৫৪তম বৈঠক (GST Council) হয়। এখন থেকে ১২ শতাংশের বদলে ক্যানসারের ওষুধের উপর ৫ শতাংশ জিএসটি কার্যকর হবে। এছাড়া স্বাস্থ্যবিমা এবং জীবনবিমার প্রিমিয়ামের (Cancer Medicine) উপর জিএসটি কমানো হবে কিনা তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি জিএসটি কাউন্সিল। তীর্থযাত্রার জন্য হেলিকপ্টার পরিষেবার উপরেও ১৮ শতাংশের বদলে ৫ শতাংশে কমিয়ে আনা হয়েছে।


জীবনবিমার উপরে জিএসটি কি কমবে ?


জিএসটি কাউন্সিলের এই বৈঠকে সমস্ত রাজ্যের অর্থমন্ত্রীদের সঙ্গে আলোচনায় স্বাস্থ্যবিমা এবং জীবনবিমার উপরে জিএসটি কমানো হবে কিনা তা নিয়ে আলোচনা করা হয়। আগামী আলোচনার জন্য এই প্রস্তাব পাঠানো হয়েছে কাউন্সিলের মন্ত্রী সদস্য গ্রুপের কাছে। আগামী অক্টোবর ২০২৪-এর মধ্যে এই বিষয়ে প্রতিবেদন প্রস্তুত করবে এই গ্রুপ। আগামী নভেম্বর মাসে ফের একবার বৈঠক হবে বলে জানানো হয়েছে।


তীর্থযাত্রার জন্য হেলিকপ্টার পরিষেবাতেও কমেছে জিএসটি


তীর্থযাত্রার ক্ষেত্রে জিএসটিতে ছাড় দিয়েছে কেন্দ্র সরকার। সোমবার জিএসটি কাউন্সিলের বৈঠকে তীর্থযাত্রার জন্য হেলিকপ্টারের পরিষেবার উপরে জিএসটি কমিয়ে আনা হয় ৫ শতাংশে। উত্তরাখন্ডের অর্থমন্ত্রী প্রেমচন্দ আগরওয়াল এই তথ্য জানিয়েছেন সংবাদ সংস্থা এএনআইকে। তিনি জানিয়েছেন যে জিএসটি কাউন্সিল এই প্রস্তাবে সম্মত হয়েছে। তবে এই সুবিধে পাবেন যারা কেবলমাত্র শেয়ারিং হেলিকপ্টার পরিষেবা নিতে চান। চার্টার্ড হেলিকপ্টার পরিষেবার জন্য গ্রাহককে ১৮ শতাংশ জিএসটিই দিতে হবে।


ফিটমেন্ট কমিটিকে পাঠানো হয়েছে জিএসটির প্রস্তাব


জিএসটি কাউন্সিল সম্প্রতি রিসার্চের জন্য শিক্ষামূলক প্রতিষ্ঠানের পাওয়া অনুদানের উপর জিএসটি আরোপের বিষয়টি জানিয়েছে ফিটমেন্ট কমিটিকে। এই কমিটির রিপোর্ট পাওয়ার পরে জিএসটি কাউন্সিল এই বিষয়ে একটি সিদ্ধান্ত নেবে। এছাড়াও অনলাইন পেমেন্টের উপর জিএসটি আরোপের বিষয়টি নিয়েও ফিটমেন্ট কমিটিকে জানানো হয়েছে। এখনও বেশ কিছুদিন ধরে এই ইস্যু নিয়ে আলোচনা চলবে। এর আগে ২২ জুন আয়োজিত হয়েছিল জিএসটি কাউন্সিলের শেষ বৈঠক। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ছাড়াও দেশের সব রাজ্যের অর্থমন্ত্রীরাও এই কমিটির সদস্য।


আরও পড়ুন: Petrol Price: গণেশ চতুর্থীর পর কী বদল পেট্রোল ডিজেলের দামে ? তেল ভরানোর খরচ কি বাড়ল ?