GST Rate Hike News: জিএসটি কাউন্সিলের অনুমোদনে গঠিত গ্রুপ অফ মিনিস্টারসের সম্মতিক্রমে মোট ১৪৮টি পণ্যের উপর বাড়ানো হবে জিএসটি, এই খবর ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যমে তুমুল সমালোচনার ঝড় চলছে সারা দেশজুড়ে। আর এরই মধ্যে পিছু হটল কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারের (GST Rate Hike) অর্থমন্ত্রকের (Finance Ministry of India) অধীনে সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস ওরফে (CBIC) সংস্থা স্পষ্ট জানিয়েছে যে এই জিএসটি বাড়ানোর ঘোষণার খবর সম্পূর্ণ মিথ্যা, ভুয়ো এবং অনুমানভিত্তিক।


CBIC জানিয়েছে গ্রুপ অফ মিনিস্টারের রিপোর্ট পাওয়া যায়নি


সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস জানিয়েছে যে জিএসটি হার বদলের বিষয়ে এখনও জিএসটি কাউন্সিলে কোনো আলোচনা হয়নি। আর তাছাড়াও মন্ত্রীদের গ্রুপের পক্ষ থেকে কোনো প্রতিবেদনও এখনও এসে পৌঁছায়নি। গ্রুপ অফ মিনিস্টারস এখনও তাদের প্রতিবেদন তৈরি করেনি এবং বিবেচনার জন্য কাউন্সিলে জমা করেনি। ফলে যে জিএসটি হার বাড়ানোর খবর ছড়িয়ে পড়েছে সংবাদমাধ্যমে তা সম্পূর্ণ গুজব এবং অনুমানভিত্তিক।


সিবিআইসির মতে, জিএসটি কাউন্সিল এই জিএসটি হারকে যুক্তিযুক্ত করার জন্য গঠন করেছিল গ্রুপ অফ মিনিস্টারস। এর মধ্যে বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক, পশ্চিমবঙ্গ, কেরালার মন্ত্রীরা রয়েছেন এবং বিহারের উপমুখ্যমন্ত্রী এই GoM-এর অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন। জিএসটি কাউন্সিলের সভাপতিত্ব করেন মাননীয় অর্থমন্ত্রী, এতে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রীরা অন্তর্ভুক্ত থাকেন। এই কাউন্সিল জিএসটি হার বদলের জন্য অনুমোদন দেয়। আর মন্ত্রীদের গ্রুপ শুধু এই সিদ্ধান্তের সুপারিশ জমা দেয়। জিএসটি কাউন্সিল এখনও জিএসটি হারের কোনো বদল ঘটায়নি, আর কাউন্সিলের পক্ষ থেকে স্পষ্টই জানানো হয়েছে এখনও কোনো প্রতিবেদন এই বিষয়ে জমা পড়েনি। জিওএম রিপোর্ট ২১ ডিসেম্বর GST কাউন্সিলে পেশ করা হবে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সভাপতিত্বে এবং রাজ্যের অর্থমন্ত্রীদের সহ পরিষদ প্রস্তাবিত পরিবর্তনগুলির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে৷


সংবাদসূত্রে দাবি করা হয়েছিল যে কেন্দ্র সরকার এবার নেশাদ্রব্য এবং কোল্ড ড্রিঙ্কসের উপর ৩৫ শতাংশ হারে কর আরোপ করতে চলেছে। এছাড়াও স্বাস্থ্যবিমার প্রিমিয়ামের উপর থেকে জিএসটি কমানোর কথা জানানো হয়েছে। ১০ হাজার টাকার কম দামের সাইকেলে জিএসটি ১২% থেকে কমিয়ে ৫% করা হতে পারে৷ ১৫ হাজার টাকার বেশি দামের জুতোতে জিএসটি ১৮% থেকে ২৮% করা হতে পারে৷ ২৫ হাজার টাকার বেশি দামি ঘড়ির উপর জিএসটি ১৮ থেকে বাড়িতে ২৮% করা হতে পারে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Fact Check: ৭৫ বছরের বেশি বয়সীদের এক টাকাও কর দিতে হবে না ? সত্যিটা কী ?