বুলাওয়ে: জ়িম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজে হইচই ফেলে দিলেন সুফিয়ান মোকিম (Sufyan Moqim)। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে পাকিস্তানের রহস্য-স্পিনারের দাপটে মাত্র ৫৭ রানে অল আউট হয়ে গেল জ়িম্বাবোয়ে। যা টি-২০ ক্রিকেটের ইতিহাসে তাদের সর্বনিম্ন স্কোর।
সুফিয়ানের বোলিং ফিগার? ২.৪ ওভারে মাত্র ৩ রান খরচ করে ৫ উইকেট! জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৫.৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে জয়ের রান তুলে নেয় পাকিস্তান। ১০ উইকেটে ম্যাচ জেতে। কেরিয়ারের সপ্তম টি-২০ ম্যাচ খেলতে নেমেই ম্যাচের সেরা হয়েছেন মোকিম। ২০২৩ সালে এশিয়ান গেমসে যিনি হংকংয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে জাতীয় দলের হয়ে অভিষেক ঘটিয়েছিলেন।
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়া ছাড়ো, ভাল মানুষেরা ওর সঙ্গে বসুক, পৃথ্বী শ-র পরিণতি দেখে মন খারাপ পিটারসেনের
কেরিয়ারের প্রথম টি-২০ ম্যাচ খেলতে নেমে ১১ রানে ২ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন মোকিম। সেই টুর্নামেন্টে ৩ ম্যাচে নিয়েছিলেন চার উইকেট। এসিসি ইমার্জিং এশিয়া কাপেও সদ্য খেলেছেন যে টুর্নামেন্টে ৪ ম্যাচে ৬ উইকেট নিয়েছিলেন। ভারত এ দলের বিরুদ্ধে ২৮ রানে ২ উইকেট নিয়েছিলেন।
পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের লিস্ট এ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ওয়ান ডে কাপে ডলফিনস দলেরে হয়ে খেলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টোইনিসকে ফিরিয়ে দিয়েছিলেন তিনি।
জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচে অনবদ্য এক নজির গড়েন পাকিস্তানের স্পিনার মোকিম। তিনি আইসিসির পূর্ণ সদস্যের দলগুলোর মধ্যে সব থেকে কম রান খরচ করার নিরিখে বিশ্বরেকর্ড ছুঁলেন। ২.৪ ওভারে ৩ রান দিয়ে ৫ উইকেট নেন মুকিম। টেস্ট খেলিয়ে দেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে এবং পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে পাঁচ রানের কমে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি।
শ্রীলঙ্কার স্পিনার রঙ্গনা হেরাথ ২০১৪ সালে ৩.৩ ওভার বল করে তিন রান দিয়ে পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন। এই ম্যাচে ২.৪ ওভার বল করে ৩ রান দিয়ে পাঁচ উইকেট নিলেন সুফিয়ান। আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তানের রশিদ খান ২০১৭ সালে ২ ওভার বোলিং করে ৩ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন। ২০২২ সালে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের ভুবনেশ্বর কুমার ৪ ওভারে ৪ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন।
আরও পড়ুন: বর্ডার-গাওস্কর সিরিজ হেরে গেলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারে ভারত? কী বলছে অঙ্ক?