PM Modi : দীপাবলিতেই (Diwali 2025) দেশবাসী পেতে পারে বড় সুখবর। পণ্য় পরিষেবা করে (GST) আবারও সংস্কার করতে চলেছে সরকার। স্বাধীনতা দিবস উপলক্ষে লাল কেল্লার ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিলেন সেই ইঙ্গিত। এদিন মোদি বলেছেন, চলতি বছর দীপাবলির মধ্যে পরবর্তী GST (পণ্য ও পরিষেবা কর) কার্যকর করা হবে। দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিসপত্রের দাম কমাতেই এই সিদ্ধান্ত নেবে সরকার।
এদিন কী বলেছেন প্রধানমন্ত্রী আজ দেশের ৭৯তম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, দেশে পরোক্ষ কর ব্যবস্থার আট বছর পূর্ণ হয়েছে। এর মাধ্যমে GST সংস্কারের সময় এসেছে, কর সরলীকরণ করা হয়েছে। আমরা পরবর্তী প্রজন্মের GST-তে সংস্কার আনছি। মনে রাখবেন, GST ১ জুলাই, ২০১৭ তারিখে কার্যকর করা হয়েছিল।
সরকার এই সংস্কারের জন্য একটি থ্রি-পিলার ব্রুপ্রিন্ট তৈরি করেছে। এটি আরও আলোচনার জন্য মন্ত্রীদের গোষ্ঠীর (GoM) কাছে পাঠানো হয়েছে। এখন এটি পরবর্তী GST কাউন্সিলে বিবেচনা করা হবে। আসুন দেখা যাক এই সংস্কারের পিছনের কারণগুলি কী। এটি দেশের সাধারণ মানুষকে কীভাবে সুবিধা দিতে পারে ?
এবার দীপাবলিতে রয়েছে দ্বিগুণ উপহারপ্রধানমন্ত্রী মোদি বলেছেন- এটি জনসাধারণের জন্য এক ধরনের 'দীপাবলি উপহার', যা দেশের জনগণের উপর করের বোঝা কমাবে। ১ জুলাই, ২০১৭ তারিখে কার্যকর হওয়া জিএসটি আট বছর পূর্ণ করেছে। এখন এতে কী কী পরিবর্তন আনা হবে তা পর্যালোচনা করার সময় এসেছে। এর জন্য একটি উচ্চ-স্তরের কমিটি গঠন করা হয়েছে। এই বিষয়ে রাজ্যগুলির সঙ্গেও আলোচনা করা হয়েছে।
এখন সরকার জিএসটি সংস্কারের একটি নতুন সেট নিয়ে এসেছে। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, এর ফলে সাধারণ মানুষের জন্য পণ্যের উপর কর উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। আমাদের এমএসএমইও উপকৃত হবে। নিত্যব্যবহার্য জিনিসপত্র সস্তা হবে, যা অর্থনীতিকে শক্তিশালী করবে।
ফার্স্ট পিলারে কী রয়েছে১ ফার্স্ট পিলারে কিছু পরিকাঠামোগত পরিবর্তন হবে। সেই ক্ষেত্রে জিএসটির হারকে জীবনযাত্রার সহজ করার কথা মাথায় রেখে বদল করা হবে। এটি ভারতকে স্বাবলম্বী করার সরকারের প্রচেষ্টার সঙ্গে সঙ্গতিপূর্ণ, যাতে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার লক্ষ্যও অর্জন করা যায়।
২ সেকেন্ড পিলারের লক্ষ্য হল, সাধারণ মানুষের ব্যবহৃত কিছু ব্যয়বহুল জিনিসপত্রের উপর করের বোঝা কমানো। এটি করের হারে আরও স্থিতিশীলতা নিশ্চিত করবে ও করের স্তর হ্রাস করবে।
৩ থার্ড পিলারে স্টার্টআপগুলির রেজিস্ট্রেশন সহজ করা হবে। আগে দাখিল করা রিটার্নের রিফান্ড প্রক্রিয়া দ্রুত করা হবে।