New GST Rate: আগামী ২২ সেপ্টেম্বর থেকে ভারতে কেন্দ্র সরকারের অনুমোদনক্রমে ৫ শতাংশ ও ১৮ শতাংশ এই দুই স্ল্যাবের সরলীকৃত জিএসটি কর কাঠামো চালু হতে চলেছে। পুজোর আগে বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। জিএসটি কাউন্সিলের এই সিদ্ধান্তকে (GST Reforms) স্বাগত জানিয়েছেন ভারতের বড় বড় ব্যবসায়ী এবং ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরাও। আনন্দ মহিন্দ্রা, হর্ষ গোয়েঙ্কা এবং রাধিকা গুপ্তার মত ব্যক্তিরা এই জিএসটি সংস্কারের ভূয়সী প্রশংসা (New GST Rate) করেছেন। প্রত্যেকেই এই জিএসটি হার হ্রাসকে এক বড় জনকল্যাণকারী পদক্ষেপ হিসেবেই দেখছেন।

নিজের এক্স হ্যান্ডলে এদিন মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মহিন্দ্রা জিএসটি সংস্কার নিয়ে অত্যন্ত আশাবাদী হয়ে লেখেন, “আমরা এখন যুদ্ধে যোগ দিয়েছি। কনসাম্পশন ও বিনিয়োগকে আরও বাড়ানোর জন্য আরও দ্রুত অনেকাংশে সংস্কার করা দরকার। এর ফলে অর্থনীতির প্রসার ঘটবে এবং বিশ্বে ভারতের কণ্ঠস্বর আরও জোরদার হবে। আসুন স্বামী বিবেকানন্দের এই বিখ্যাত উক্তিটি মনে রাখি, ‘ওঠো, জাগো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না।’ তাই আরও সংস্কার হোক অনুগ্রহ করে…”

অন্যদিকে শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা এই পদক্ষেপকে নাগরিকদের জন্য বড় দীপাবলির উপহার বলে চিহ্নিত করেছেন। তিনিও এক্স হ্যান্ডলে নিজের মত প্রকাশ করে লিখেছেন, “প্রত্যেক ভারতীয়র জন্য বড় দীপাবলি উপহার ! নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কৃষি উপকরণের উপরে জিএসটি কমানো হয়েছে। মুদিখানার সামগ্রী সস্তা হবে, স্বাস্থ্যসেবায় ছাড় মিলেছে, শিক্ষা আসবে সাশ্রয়ী মূল্যে, কৃষকদের জন্যও এটি সহায়ক।”

তিনি আরও লিখেছেন যে এই সংস্কার পরবর্তী প্রজন্মের জিএসটির দিকে একটি বড় পদক্ষেপ যার দ্বৈত সুবিধে রয়েছে– জীবনযাত্রা সহজ করা আর অর্থনীতিকে চাঙ্গা করা।

এডেলউইস অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ও সিইও রাধিকা গুপ্তা এদিন এক্স হ্যান্ডলে লেখেন, “অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে অত্যন্ত প্রগতিশীল পদক্ষেপ যা চাহিদা আর আবেগ উভয়কেই বাড়িয়ে তুলতে সহায়তা করবে ! যখন বিশ্ব আমাদের এক কোণঠাসা করে দেয়, তখন আমরা নিজেদেরকে আরও কঠোরভাবে লড়াই করার জন্য চাপ দিই”।