WB SLST 2025: আগামী রবিবার ৭ সেপ্টেম্বর এবং তার পরের সপ্তাহে ১৪ সেপ্টেম্বর আয়োজিত হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য স্কুল সার্ভিস কমিশন তথা দ্বিতীয় SLST। দীর্ঘ ৯ বছর পরে এই পরীক্ষা নানাবিধ আইনি জটিলতার ফাঁস কাটিয়ে আয়োজিত হতে চলেছে। স্কুল সার্ভিস কমিশনের (WBSSC Exam) নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের সময়সীমাও ১০ দিন বাড়িয়ে দেওয়া হয়েছিল শেষ মুহূর্তে। এবার সময় আসন্ন। দুই দিন পরেই পরীক্ষা। প্রভিশনাল অ্যাডমিট কার্ড (WBSSC Exam Rules) জারি করা হয়েছে কমিশনের তরফে। আর সেখানে স্পষ্ট করে কিছু নিয়মবিধি উল্লেখ করা হয়েছে।
কী কী সঙ্গে রাখা যাবে না ?
স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জারি করা প্রভিশনাল অ্যাডমিট কার্ডে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে পরীক্ষাকেন্দ্রে কোনও পরীক্ষার্থী কোনও ধরনের ঘড়ি পড়তে পারবেন না, লগ টেবিল বা ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে না পরীক্ষাকেন্দ্রে। এমনকী পরীক্ষাকেন্দ্রে কোনও ধরনের মোবাইল ফোন বা ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে যাওয়া যাবে না। কোনও পরীক্ষার্থীকে এই ধরনের জিনিস পরীক্ষাকেন্দ্রের ভিতরে সঙ্গে রাখতে দেখলে তাঁর পরীক্ষা বাতিল করা হবে।
কী কী নিয়ে যাওয়া অনুমোদিত ?
পরীক্ষার্থীরা চাইলে তাদের সঙ্গে ব্যক্তিগত স্বচ্ছ জলের বোতল, স্বচ্ছ নীল কালির বা কালো কালির কলম রাখতে পারেন। তাছাড়া পরীক্ষাকেন্দ্রের ভিতরে কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা অ্যাডমিট কার্ড, আসল পরিচয়পত্র এই নথিগুলি কোনও স্বচ্ছ ফোল্ডারে নিজের সঙ্গে নিয়ে ঢুকতে পারবেন পরীক্ষার্থীরা।
কখন ঢুকবে হবে পরীক্ষাকেন্দ্রে
প্রভিশনাল অ্যাডমিট কার্ডে লিখিত নিয়ম অনুসারে রবিবার ৭ সেপ্টেম্বর ও ১৪ সেপ্টেম্বর এই দুই দিনই পরীক্ষা শুরু হবে দুপুর ১২টা থেকে আর শেষ হবে দুপুর ১টা ৩০ মিনিটে। তবে পরীক্ষার্থীদের সকাল ১১টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে বলা হচ্ছে। পরীক্ষাকেন্দ্রের গেট বন্ধ হবে বেলা ১১টা ৪৫ মিনিটে। তবে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আরেকটি বিজ্ঞপ্তিতে সমস্ত পরীক্ষার্থীদের উদ্দেশ্যে পরীক্ষার দিন যে কোনও রকম হয়রানি বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল ১০টায় উপস্থিত থাকার নির্দেশও জারি করা হয়েছে।
গত বৃহস্পতিবার সঞ্জয় কুমার বিচারপতি অলোক আরাধের বেঞ্চে এই এসএসসি মামলার শুনানি ছিল এবং সেখানে আরও একবার স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যাতে কোনও অযোগ্য প্রার্থী পরীক্ষায় বসতে না পারেন এবং এই বিষয়ে নিজেদের কড়া অবস্থানের কথাই জানিয়েছে শীর্ষ আদালত। কাউকে আলাদা করে আর ছাড় দেওয়া হবে না। নির্ধারিত সময় ও নিয়ম মেনেই হবে পরীক্ষা। কিছুদিন আগেই ১৮০৪ জনের দাগি প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে কমিশন আর এই তালিকা নিয়েও শাসক দলকে তুলোধনা করতে ছাড়েননি বিরোধীরা।
Education Loan Information:
Calculate Education Loan EMI