GST Return Deadline: জিএসটি পোর্টালে প্রযুক্তিগত বিভ্রাটের কারণে যে সমস্ত ব্যবসায়ীরা সময়ের মধ্যে জিএসটি রিটার্ন জমা দিতে পারেননি, তাদের জন্য বড় সুযোগ। চিন্তা দূর করেছে সেন্ট্রাল বোর্ড অফ ইন্ডিরেক্ট ট্যাক্সেস ওরফে সিবিআইসি। জিএসটি রিটার্নের (GST Return) মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত জমা করা যাবে জিএসটি রিটার্ন। এক্স হ্যান্ডলে ১০ জানুয়ারি সন্ধেয় (GST Return Deadline) এই তথ্য জানিয়েছে সংস্থা। গতকাল শুক্রবার ১০ জানুয়ারি জিএসটি পোর্টালে যান্ত্রিক গোলযোগ দেখা দেয় এবং সেই প্রসঙ্গেই জিএসটি জমার মেয়াদ বাড়ানো হয়েছে।
কেন বাড়ানো হল সময়সীমা
গতকালই জানানো হয়েছিল, এই যান্ত্রিক ত্রুটি দুপুর ১২টার পর ঠিক করা হবে। আর তারপরেই এই মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। অক্টোবর ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৪-এর মেয়াদের মধ্যে জিএসটি আর ওয়ান ফর্ম জমা দেওয়ার মেয়াদ ১৩ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। আর অন্যদিকে QRMP স্কিমের অধীনে করদাতাদের কর জমা দেওয়ার মেয়াদ বাড়ানো হয়েছে ১৫ জানুয়ারি। এর আগে এই রিটার্ন জমা দেওয়ার দিন ছিল ১১ জানুয়ারি। আর ১০ জানুয়ারি মেয়াদ শেষের একেবারে শেষদিনে যান্ত্রিক গোলযোগের কারণে এই সময়সীমা বাড়ানো হয়েছে। ১১ জানুয়ারি আজ শনিবার বহুজাতিক সংস্থায় আজ ছুটির দিন, তাই এদিনও জিএসটি ফাইল করতে সমস্যা হবে। তাই ১৩ জানুয়ারি করা হয়েছে এই বর্ধিত মেয়াদ।
সময়সীমা না বাড়লে এই সমস্যা হত
জিএসটি পোর্টালে যান্ত্রিক গোলযোগের কারণে ১০ জানুয়ারি অনেকেই সময়ে জিএসটি রিটার্ন জমা করতে পারেননি। জিএসটি আর ওয়ান ফর্ম ফাইল করা যায়নি, এমনকী ব্যবসায়ীদের আরও অনেক কাজ ব্যাহত হয়ে যায়। আগের তথ্য বের করা কিংবা সরকারি নোটিশে নজর দেওয়ার মত বিষয়ও করা যায়নি গতকাল। এই মেয়াদ না বাড়ানো হলে জিএসটি আর ২বি জমা দেওয়া যেত না, কারণ তা জিএসটি আর ওয়ান জমার উপর নির্ভর করে। আর এই কাজ না করতে পারলে ব্যবসায়ীরা ইনপুট ট্যাক্স ক্রেডিট ফেরত পেতেন না। আর জিএসটি আর ২বি না জমা করা গেলে ব্যবসায়ীদের সমস্ত জিএসটি সংক্রান্ত বিষয় নগদে দিতে হত। এতে ব্যবসায়ীদের ক্যাশফ্লোতে সমস্যা আসতে পারে।
আরও পড়ুন: Fact Check: প্যান কার্ড আপডেট নেই, ব্লক হবে অ্যাকাউন্ট, পোস্ট অফিস পাঠাচ্ছে মেসেজ ? সত্যি ?