PAN Card Scam: পোস্ট অফিসে অ্যাকাউন্ট আছে এমন বহু গ্রাহক তাদের ফোনে মেসেজ পাচ্ছেন যেন তারা তাদের অ্যাকাউন্টে প্যান কার্ড আপডেট করিয়ে নেন, নাহলে ২৪ ঘণ্টার মধ্যে ব্লক হয়ে যাবে তাদের অ্যাকাউন্ট। আর এই মেসেজের মধ্যেই একটি লিঙ্ক (Fact Check) রয়েছে যেখানে ক্লিক করে গ্রাহকদের প্যান নম্বর ও অন্যান্য সংবেদনশীল তথ্য দিতে বলা হচ্ছে। অ্যাকাউন্ট ব্লক হওয়া থেকে বাঁচতে এই ফাঁদে পা দিলেই খালি হয়ে যাবে অ্যাকাউন্ট, জালিয়াতরা (PAN Card Scam) এভাবেই লুট করছেন বহু মানুষকে, চলছে জালিয়াতির চক্র। আর এই বিষয়েই সম্প্রতি কেন্দ্র সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো একটি সতর্কবার্তা জারি করেছে তাদের এক্স হ্যান্ডলে।

Continues below advertisement

কেন্দ্র সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ডেস্ক এই বিষয়ে মেসেজটি যাচাই করে দেখেছে এবং জানিয়েছে যে এটি সম্পূর্ণ ভুয়ো মেসেজ, ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক কখনই এই বিষয়ে গ্রাহকদের মেসেজ পাঠাবে না। এই ধরনের জালিয়াতির প্রক্রিয়ার নাম Phising যার মাধ্যমে জালিয়াতরা ভুয়ো মেসেজ পাঠিয়ে সেখানে সন্দেহজনক লিঙ্ক দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে গ্রাহকদের। এই লিঙ্কের মধ্যে ম্যালওয়্যার থাকে, যা গ্রাহকের ফোনে ঢুকে ব্যক্তিগত তথ্য চুরি করে নেয়।

সমাজমাধ্যমে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে পিআইবি ফ্যাক্ট চেক জানিয়েছে, 'ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ২৪ ঘণ্টার মধ্যে ব্লক হয়ে যাবে যদি প্যান কার্ড আপডেট না করা থাকে। এই দাবি সম্পূর্ণ মিথ্যে, ভুয়ো। ইন্ডিয়া পোস্ট অফিস এমন কোনো ধরনের মেসেজ পাঠাবে না, আপনার ব্যাঙ্ক ও ব্যক্তিগত তথ্য কোনোভাবেই কাউকে শেয়ার করবেন না।' মেসেজে জালিয়াতরা ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের হয়ে লিখেছিল, 'প্রিয় গ্রাহক, আপনার ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক করা হবে আজকেই, শীঘ্রই আপনার প্যান কার্ড আপডেট করুন। ক্লিক করুন এখানে...' এরপরেই একটি লিঙ্ক দেওয়া ছিল মেসেজের মধ্যে।

Continues below advertisement

ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের পক্ষ থেকে এক্স হ্যান্ডলে গ্রাহকদের এই ধরনের জালিয়াতির হাত থেকে বাঁচার জন্য পোস্টে লেখা হয়েছে যাতে সকলেই কিছু সময় অন্তর তাদের পাসওয়ার্ড বদলে নেন, ভুয়ো কাস্টমার কেয়ার নম্বর থেকে দূরে থাকেন এবং সন্দেহজনক লিঙ্কে না ক্লিক করেন। পাবলিক ওয়াইফাই ব্যবহার করে ব্যাঙ্কিং পরিষেবায় কাজ না করা উচিত, নিজের আর্থিক সুরক্ষা নিজেকেই নিতে হবে।

আরও পড়ুন: Fact Check: নিজের ভাইকে বিয়ে করেছেন এই হিন্দু মহিলা ? সত্যিটা কী ?