Credit Card News: আপনার কাছে HDFC Bank Credit থাকলেও সরাসরি ঢুকতে পারবেন না বিমানবন্দরের লাউঞ্জে (Airport Lounge)। ১০ জুন থেকে কার্যকর হচ্ছে এই নিয়ম। এই নতুন পরিবর্তনের সেইসব গ্রাহকদের চিন্তা বাড়াবে, যারা বিমানবন্দর লাউঞ্জের অ্যাক্সেস পান।
কী ঘোষণা করেছে ব্যাঙ্কব্যাঙ্কের তরফে বলা হয়েছে, ১০ জুন ২০২৫ থেকে Tata Neu Infinity এবং Tata Neu Plus ক্রেডিট কার্ডহোল্ডাররা আর সরাসরি কার্ড সোয়াইপ করে ডমেস্টিক বিমানবন্দর লাউঞ্জে প্রবেশ করতে পারবেন না। পরিবর্তে, তাদের এখন ত্রৈমাসিক খরচের উপর ভিত্তি করে ভাউচার দেওয়া হবে, যাতে তারা লাউঞ্জ অ্যাক্সেস করতে পারেন।
এ ছাড়াও বেশকছিু চার্জে পরিবর্তনঅনলাইন গেমিংয়ের উপর চার্জআপনি যদি অনলাইন পারফরম্যান্স গেমিংয়ে মাসে ১০,০০০ টাকার বেশি খরচ করেন, তাহলে তার উপরও ১% চার্জ ধার্য করা হবে। লেনদেনের উপর সর্বোচ্চ চার্জ হবে ৪,৯৯৯ টাকা।
ওয়ালেট লোডিংয়ের উপর চার্জPayZapp ছাড়া, অন্য সকল ওয়ালেটে ১০,০০০ টাকার বেশি লোড করার জন্য ১% চার্জ করা হবে। এই চার্জ প্রতি লেনদেনের জন্য ৪,৯৯৯ টাকা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে।
HDFC ব্যাঙ্কের PayZapp- রয়েছে কী সুবিধা ?এটি HDFC ব্যাঙ্কের একটি ডিজিটাল পেমেন্ট অ্যাপ, যার মাধ্যমে বিল পেমেন্ট, কেনাকাটা, টাকা ট্রান্সফার করা যাবে। এর জন্য কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ডেবিট/ক্রেডিট কার্ডের প্রয়োজন নেই।
আপনি বিমার ক্ষেত্রেও এবার রিওয়ার্ড পয়েন্টের সীমা বাঁধা হলInfinia এবং Infinia Metal Edition কার্ডগুলি এখন প্রতি মাসে সর্বোচ্চ ১০,০০০ রিওয়ার্ড পয়েন্ট পাবে।পাশাপাশি Diners Black, H.O.G Diners Club, BizBlack Metal এর মতো কার্ডগুলিতে, এই সীমা প্রতি মাসে ৫,০০০ পয়েন্ট হবে। অন্যান্য সব কার্ডগুলিতে এই সীমা প্রতি মাসে ২,০০০ রিওয়ার্ড পয়েন্ট হবে।
ব্যাঙ্কর নতুন নিয়ম অনুসারে, “২০ ডিসেম্বর, ২০১৯ থেকে বিমা লেনদেনে একদিনে সর্বোচ্চ ৫,০০০ টাকা (কিছু কার্ডের জন্য) এবং ২০০০ টাকা (অন্যান্য কার্ডের জন্য) রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যাবে। এই নিয়ম ৩০ জুন, ২০২৫ পর্যন্ত বৈধ।”
ম্যারিয়ট বনভয় কার্ডে কোনও সীমা থাকবে নাতবে আপনি যদি ম্যারিয়ট বনভয় এইচডিএফসি ব্যাঙ্ক ক্রেডিট কার্ড দিয়ে বিমা প্রিমিয়াম দেন, সেই ক্ষেত্রে রিওয়ার্ড পয়েন্টের কোনও সীমা থাকবে না।
(মনে রাখবেন, এখানে দেওয়া খবর, কেবল তথ্য়ের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। আমরা কোনও প্রোডাক্ট বা পরিষেবা কিনতে উৎসাহ দিই না। সেই ক্ষেত্রে কিছু আর্থিক বিষয়ে বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই সিদ্ধান্ত নেবেন।)
(এই প্রতিবেদনের সৌজন্যে ফিন্যান্সিয়াল এক্সপ্রেস )