Loan Interest Rate: এইচডিএফসি ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া থাকলে আপনার জন্য সুখবর রয়েছে। এখন থেকে আপনার ঋণের ইএমআই (কিছুটা কমে যাবে, কমবে আর্থিক চাপ। শুধু হোম লোনের ইএমআই নয়, অন্য আরও কিছু ঋণের ইএমআইও কমে যাবে। বিভিন্ন ঋণের উপর সুদের হার কমিয়ে দিয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক। আদপে এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank) মার্জিনাল কস্ট অফ লেন্ডিং রেট বা এমসিএলআর কমিয়ে দিয়েছে। ৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে এই সুদের হার। কী বদল হল ?


৭ জানুয়ারি থেকে কমেছে সুদের হার


৭ জানুয়ারি অর্থাৎ গতকাল মঙ্গলবারই এই সুদের হার কমানোর সিদ্ধান্ত জানানো হয়েছে এইচডিএফসি ব্যাঙ্কের পক্ষ থেকে। হোম লোন, পার্সোনাল লোন, বিজনেস লোন সবই এই এমসিএলআরের সঙ্গে সংযুক্ত রয়েছে। ফলে এই সুদের হারে বদল এলে লোনের ইএমআইতেও আসবে বদল। এইভাবে ঋণের উপর সুদের হার কমানোর ফলে আগে থেকে এই তিন ধরনের লোন কেউ নিয়ে থাকলে তাদের ইএমআই খানিক কম দিতে হবে। ফলে আগের থেকে কিছু টাকা বাঁচবে এবার। ওভারনাইট এমসিএলআর ৯.২০ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ৯.১৫ শতাংশ।


৬ মাসের এবং এক বছরের এমসিএলআর ৯.৫০ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ৯.৪৫ শতাংশ। আবার একইভাবে তিন বছরের এমসিএলআরও ৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। এইচডিএফসি ব্যাঙ্ক এখন সাধারণভাবে ৯.৪৫ শতাংশ হারে প্রতি বছর ঋণের উপর সুদ নিয়ে থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে এই সুদের হার কিছুটা বদলে যায়। আর এইচডিএফসি ব্যাঙ্কের হোম লোনে সুদের হার নির্ভর করে রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেটের উপরে।


পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক FD-তে বাড়িয়েছে সুদের হার


পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সাধারণ নাগরিকদের জন্য ৩০৩ দিনের মেয়াদের জন্য ৭ শতাংশ সুদের হার নির্ধারণ করেছে, যেখানে ৫০৬ দিনের মেয়াদের জন্য সুদের হার ৬.৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এর অধীনে বিনিয়োগকারীরা স্থায়ী আমানতে এককালীন অনেক টাকা জমা করা হয়েছে, যার উপর তারা বর্ধিত হারে সুদ পাবেন। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ৭ দিন থেকে ১০ বছরের জন্য সাধারণ নাগরিকদের স্থায়ী আমানতের উপর ৩.৫ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ সুদ মিলবে। যেখানে ৪০০ দিনের জন্য সুদের হার নির্ধারণ করা হয়েছে ৭.২৫ শতাংশ।


আরও পড়ুন: FD Interest Rate: ফিক্সড ডিপোজিটে বাড়ল সুদের হার, নতুন বছরে দারুণ সুযোগ এই ব্যাঙ্কে