HDFC Bank UPI: এইচডিএফসি ব্যাঙ্ক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে আগামী ১৩ জুলাই শিড্যুলড মেনটেন্যান্সের কারণে ব্যাঙ্কের ইউপিআই (UPI Payments) পরিষেবা স্বল্প সময়ের জন্য বন্ধ থাকবে। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ব্যাঙ্কের ডিজিটাল পরিষেবা (HDFC Bank UPI) আরও উন্নত করার জন্যেই এই মেনটেন্যান্স করা হবে, আপগ্রেড করা হবে সিস্টেম। এমনকী এর মাধ্যমে ব্যাঙ্কের ক্যাপাসিটি ও রিলায়েবিলিটিও বাড়ানো হবে। ১৩ জুলাই তারিখে দুটি আলাদা আলাদা সময়ে এইচডিএফসি ব্যাঙ্কের ইউপিআই পরিষেবা (HDFC Bank) বন্ধ থাকবে। প্রথম শিফটে দুপুর ৩টে থেকে ৩টে ৪৫ মিনিট পর্যন্ত এবং পরে রাত্রি সাড়ে ৯টা থেকে ১২টা ৪৫ পর্যন্ত।


নেটব্যাঙ্কিং ও মোবাইল ব্যাঙ্কিং সার্ভিস বন্ধ থাকবে এই সময়ে। এই সমস্ত আপগ্রেডেশন পর্যায়ে এই দুই পরিষেবা বন্ধ থাকবে, কাজ করবে ইউপিআই। এছাড়াও সমস্ত IMPS, NEFT, RTGS, ব্রাঞ্চ ট্রান্সফার, এইচডিএফসি ব্যাঙ্ক অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফারের মত সমস্ত ফান্ড ট্রান্সফার প্রক্রিয়া বন্ধ থাকবে।


এইচডিএফসি ব্যাঙ্ক জানিয়েছে, 'কার্যক্রমে বিঘ্ন এড়াতে এইচডিএফসি ব্যাঙ্ক পরামর্শ দিয়েছে ১২ জুলাই ২০২৪ শুক্রবার সন্ধে সাড়ে সাতটার আগেই প্রয়োজনীয় টাকা তুলে রাখতে হবে। সমস্ত ফান্ড ট্রান্সফার এই সময়ের আগে শিড্যুল করে রাখলে কোনও অসুবিধে হবে না। এই আপগ্রেডেশনের কাজ হবে একটি ব্যাঙ্কের ছুটির দিনে যাতে অধিকাংশ গ্রাহকের কোনও সমস্যা না হয়। আরও তথ্য জানার জন্য এইচডিএফসি ব্যাঙ্কের ওয়েবসাইটে খোঁজ করতে হবে বা ব্যাঙ্কের কাস্টমার সার্ভিসে যোগাযোগ করতে হবে।


তবে এই আপগ্রেডেশনের সময় এইচডিএফসি ব্যাঙ্কের গ্রাহকরা এটিএম কার্ডের মাধ্যমে টাকা তুলতে বা জমা করতে পারবেন। এতে কোনও সমস্যা হবে না। তবে তা করতে হবে নির্দিষ্ট সীমার মধ্যেই। এমনকী কোনও পিওএস মেশিনে ডেবিট বা ক্রেডিট কার্ড সোয়াইপ করার মাধ্যমে বা অনলাইনে কেনাকাটা করতে পারবেন, তাতে কোনও সমস্যা হবে না।


১ অগস্ট থেকে এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে বেশ কিছু নিয়ম বদলে যাচ্ছে, এমনটাই জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এর মধ্যে ক্রেডিট কার্ড হোল্ডাররা যদি ক্রেড, চেক, মোবিকুইক, ফ্রিচার্জের মতো তৃতীয় পক্ষের অ্যাপের মাধ্যমে তাদের ভাড়া পরিশোধ করেন, তাহলে লেনদেন ফি হিসাবে ১ শতাংশ চার্জ করা হবে। আপনি যদি সময়মতো আপনার ক্রেডিট কার্ড পেমেন্ট মিস করেন তাহলে আপনাকে ১০০ টাকা থেকে ১৩০০ টাকা পর্যন্ত ফি দিতে হবে৷ এমনকী ইএমআই প্রসেসিং ফি হিসেবে এবার থেকে ২৯৯ টাকা চার্জ করবে এইচডিএফসি ব্যাঙ্ক।


আরও পড়ুন: Sensex Record High: ৮০ হাজার পেরিয়ে গেল সেনসেক্স ! দুরন্ত গতি বাজারে- এখনই ঢোকার সময় ?