''মিঠু কোথায় তুমি ?'' আড্ডার ভিড় থেকে এই ডাক শুনে এগিয়ে এল এক শিশু। পুলিশের উর্দি পরা শিশুর হাতে তখনও রয়েছে খেলনা বন্দুক। 'তোমার নাম কী' জিজ্ঞাসা করতেই প্রশ্নকর্তাদের উত্তর দিল একরত্তি। আত্মবিশ্বাসের সঙ্গে সে বলল, ''আমি ইনস্পেকটর মিথিলেশ কপুর।'' ছেলের মুখে এই কথা শুনে হাসতে হাসতে ঘরে ঢুকলেন মিঠুর মা। জানালেন, বড় হয়ে পুলিশ কমিশনার বা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে তার ছেলে। তাই ছোট ছেলের মুখে বড় কথা। তবে ছেলের স্বপ্ন যাই থাক না কেন, মা জানেন ভবিষ্যতে তা পূরণ করা বেশ কষ্টসাধ্য কাজ।


সেই দিনগুলি এখন অতীত। যখন শিশুর ভবিষ্যতের জন্য কেবল হাতেগোনা কিছু ক্যারিয়ার অপশন থাকত বাবা-মায়ের কাছে। ইঞ্জিনিয়ারিং , মেডিসিন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সির চৌহদ্দিতে ঘেরা ছিল ক্যারিয়ার অপশন। এখন ৮ বছরের শিশুও ভবিষ্যতে মহাকাশচারী, মিউজিশিয়ান, শিল্পী, কনটেন্ট ক্রিয়েটর হওয়ার স্বপ্ন দেখে। হতেই পারে, ১৮ বছরে পৌঁছতে-পৌঁছতে বদলে যেতে পারে এই স্বপ্নগুলি। অভিভাবক হিসাবে ছেলের এই উচ্চাকাঙ্খা পূরণ করার গুরুদায়িত্ব বর্তায় আপনার ওপর। সব সময় মাথায় রাখতে হবে, সন্তানের শিক্ষার ক্রমবর্ধমান খরচের বিষয়টি। সেই কারণে আগে থেকেই একটি বিশ্বস্ত আর্থিক পরিকল্পনায় বিনিয়োগ করা উচিত আপনার।


আপনি যদি শীঘ্রই বিয়ের পরিকল্পনা করে থাকেন, তাহলে আপনার আর্থিক বিনিয়োগের দিকে নজর দেওয়া উচিত। কারণ বিয়ের পরবর্তী সময়ে নিশ্চিতভাবে আপনার দায়িত্ব বাড়তে বাধ্য। সেই সময় টাকা সংক্রাম্ত বহু চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে আপনাকে। আগে থেকেই তাই ভবিষ্যতের সমস্যার সমাধান তৈরি রাখতে হবে। একবার বিয়ে করলেই আপনাকে গুরুত্ব সহকারে নিজের জীবন, স্ত্রী ও সন্তানের ভবিষ্যৎ সঞ্চয়ের বিষয়ে পরিকল্পনা করতে হবে।


আপনার সন্তানের জন্য প্রথম থেকেই বিনিয়োগের পরিকল্পনা করলে আপনি নিজের সাধ্যের মধ্যেই অর্থ সঞ্চয়ের যথেষ্ট সময় দিতে পারবেন। আপনার সন্তানের ভবিষ্যৎ - শিক্ষা, জীবনধারা, বিয়ের পরিকল্পনা করার জন্য আপনাকে বুদ্ধিমত্তার সঙ্গে বিনিয়োগ শুরু করতে হবে। আর্থিক লক্ষ্যগুলি পূরণ করার জন্য আপনাকে উপযুক্ত সময়ে বিনিয়োগের উপযুক্ত উপায়গুলি বেছে নিতে হবে। সঙ্গে পরিবারের ভবিষ্যতের চাহিদা ও উচ্চাশা পূরণের জন্য ভাল পরিকল্পনা করতে হবে।


আপনার সন্তানের আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করতে ও তাকে স্বপ্নের উড়ান দিতে HDFC লাইফ একটি সেভিং প্ল্যান নিয়ে এসেছে। HDFC Life Sanchay Plus - যা নিশ্চিত রিটার্ন সহ আপনার পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করে। আসুন এই পরিকল্পনার মূল বৈশিষ্ট্যগুলি দেখে নিই।


গ্যারান্টিযুক্ত সুবিধা - এই প্ল্যানের মাধ্যমে বিমাকারী ব্যক্তি নিশ্চিত রিটার্ন পাবেন ও বাজারের-ঝুঁকি থেকে নিরাপদ থাকবেন।
কর সুবিধা - এই ক্ষেত্রে প্রদত্ত প্রিমিয়াম ধারা ৮০সি-এর আওতায় কর ছাড় পাবে। ট্যাক্সের সুবিধার ক্ষেত্রে ট্যাক্স আইন পরিবর্তন সাপেক্ষে এই সুবিধা পাবেন বিনিয়াগকারী।
ফেক্সিবিলিটি - এই প্ল্যানে নিশ্চিত ক্লেইমের সুবিধা দিয়েছে কোম্পানি। পাশাপাশি চাইলে বিমাকারী ব্যক্তি এই স্কিম থেকে নিয়মিত বা এককালীন তহবিল নিতে পারেন।
আজীবন আয়ের বিকল্প - বিমাকারী ব্যক্তি এই পরিকল্পনায় ৯৯ বছর বয়স পর্যন্ত নিশ্চিত আয়ের সুবিধা পাবেন।
দীর্ঘমেয়াদি আয়ের বিকল্প - এই পরিকল্পনাটি দীর্ঘমেয়াদি আয়ের বিকল্প দিয়ে থাকে। যেখানে বিমাকারী ব্যক্তি ২৫ বছর থেকে ৩০বছরের নির্দিষ্ট মেয়াদের জন্য নিশ্চিত আয় করতে পারবেন।
অপশনাল রাইডার - এই স্কিমে আপনি কভারেজ বাড়াতে পারেন। সেই ক্ষেত্রে অতিরিক্ত প্রিমিয়াম বা অর্থ দিয়ে পরে আপনি রাইডার বিকল্পগুলি বেছে নিতে পারেন৷



এইচডিএফসি লাইফ সঞ্চয় প্লাসের সুবিধা
এইচডিএফসি লাইফ সঞ্চয় প্লাস আমাদের জীবনপর্যায়ের ওপর নির্ভর করে চারটি সুবিধার বিকল্প বেছে নিতে দেয়। সেই ক্ষেত্রে প্রত্যেকের প্রয়োজন ও অগ্রাধিকার অনুযায়ী স্কিমের সুবিধা নিতে পারেন বিনিয়োগকারী। দেখে নিন, কী সুবিধা পাবেন এই স্কিমে।


1) গ্যারান্টিযুক্ত ম্যাচিওরিটি অপশন
ম্যাচিউরিটি বেনিফিট - এই পলিসির ম্যাচিউরিটি বেনিফিট 'ম্যাচিওরিটি সাম অ্যাসিওরড' ও 'অ্যাকুমুলেটেড গ্যারান্টেড অ্যাডিশন'-এর সমান হবে।  এই পলিসির অধীনে গ্যারান্টিড সাম অ্যাসিউরড হিসেবে যে ম্যাচুরিটি সুবিধা দেওয়া হচ্ছে, তা গোটা পলিসির সময়কালে দেওয়া মোট প্রিমিয়ামের সমান। 


 2) গ্যারান্টিযুক্ত আয়ের বিকল্প
 ম্যাচিউরিটি বেনিফিট - যদি বিমাকারী ব্যক্তি পলিসির সম্পূর্ণ মেয়াদকালে বেঁচে থাকেন,তাহলে মেয়াদপূর্তির সুবিধা ১০-১২ বছরের একটি নির্দিষ্ট মেয়াদের জন্য গ্যারান্টিযুক্ত আয় হিসাবে দেওয়া হয়। যদি পলিসির সব প্রিমিয়াম সম্পূর্ণভাবে শোধ করা হয় তবেই পাওয়া যায় এই সুবিধা।


 3) জীবনভর আয়ের সুবিধা
ম্যাচিউরিটি বেনিফিট - যদি বিমাকারী ব্যক্তি পলিসির পুরো মেয়াদকালে বেঁচে থাকেন ও পলিসির সব প্রিমিয়াম পুরো দিয়ে দেন,তাহলে ৯৯ বছর বয়স পর্যন্ত নিশ্চিত আয় হিসাবে ম্যাচিউরিটি বেনিফিট পাবেন তিনি। এর রিটার্ন পলিসির ক্ষেত্রে সময় শেষে মোট প্রিমিয়াম দিয়ে দেওয়া হয়। এটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ যে, পে-আউটের সময় বিমাকারী ব্যক্তির মৃত্যু হলে পলিসির নমিনি বা সুবিধাভোগী নির্বাচিত সুবিধার ও নিশ্চিত আয়ের সুবিধা পাবেন। 


4) দীর্ঘমেয়াদী আয় বিকল্প
ম্যাচিউরিটি বেনিফিট - যদি বিমাকারী ব্যক্তি পলিসির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত বেঁচে থাকেন ও পলিসির সব প্রিমিয়াম শোধ করেন, তাহলে ২৫-৩০ বছরের একটি নির্দিষ্ট মেয়াদের জন্য নিশ্চিত আয় হিসাবে বিমাকারীকে ম্যাচিউরিটি সুবিধা দেয় কোম্পানি।  এটি মোট প্রিমিয়ামের রিটার্ন পলিসির পেআউট সময় শেষে দেওয়া হয়। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে, পে-আউটের সময় বিমাকারীর মৃত্যু হলে, সুবিধাভোগী 
পেআউটের সময় ও আয় পরিশোধের ধারা শেষ না হওয়া পর্যন্ত  অপশন অনুযায়ী গ্যারান্টিযুক্ত আয় পেতে থাকবেন। এই ক্ষেত্রে 'গ্যারান্টেড সাম অ্য়াসিওরড' বা নিশ্চিত বিমা রাশি ভবিষ্যতের পেআউটের বর্তমান মূল্যের ৯ শতাংশ বার্ষিক ছাড়ের ভিত্তিতে নির্ধারণ করা হবে। 


উপসংহার
প্রচলিত বিনিয়োগের স্কিমগুলি আপনার সন্তানের ভবিষ্যতের খরচ মেটানোর জন্য অপর্যাপ্ত হতে পারে। অর্থ বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে আরও স্মার্ট সিদ্ধান্ত নিতে হবে। আপনার সন্তানের স্বপ্নকে দিশা দেখাতে সঠিক পরিকল্পনা বেছে নিন। আরও বিশদ বিবরণের জন্য, এইচডিএফসি লাইফের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন ও এইচডিএফসি লাইফ সঞ্চয় প্লাস বেছে নিন।


Disclaimer: এই প্রতিবেদনটি একটি 'পেইড ফিচার'। ABP বা  ABP LIVE কোনওভাবেই এই প্রকাশিত  প্রতিবেদনকে সমর্থন বা সাবস্ক্রাইব করে না। এই প্রতিবেদনে উল্লিখিত বা বিবৃত/বৈশিষ্ট্য মতামত, ঘোষণা ইত্যাদির বিষয়ে আমরা কোনওভাবেই দায়ী থাকব না।