HDFC Securities Alert: নামী কোম্পানির অছিলায় আসলে চলছে জালিয়াতির কারবার (WhatsApp Scam )। হোয়াটসঅ্য়াপে (WhatsApp Scam) শেয়ার বাজার (Stock Market Fraud) নিয়ে চলছে প্রতারকদের গ্রুপ। যেখানে HDFC Securities-এর নামে চালানো হচ্ছে এই গ্রুপ। খবর জানতে পেরেই বিনিয়োগকারীদের সতর্ক করল সংস্থা (HDFC Securities Alert)।
শেয়ার বাজারে বাড়ছে আগ্রহ
বর্তমান সময়ে শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের ঝোঁক বাড়ছে। বিশেষ করে খুচরো বিনিয়োগকারীদের সংখ্যা এই মার্কেটে দ্রুত বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে শেয়ারবাজারে প্রতারণার ঘটনাও। বিনিয়োগকারীরা প্রায়শই শেয়ার বাজার সম্পর্কিত প্রতারণার শিকার হচ্ছেন। এরকম একটি ক্ষেত্রে ব্রোকারেজ ফার্ম এইচডিএফসি সিকিউরিটিজ বাজার বিনিয়োগকারীদের সতর্ক করেছে।
জাল হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সতর্ক থাকুন
HDFC সিকিউরিটিজ তার গ্রাহকদের এবং ব্যবহারকারীদের পাশাপাশি বাজার বিনিয়োগকারীদের জাল হোয়াটসঅ্যাপ গ্রুপ এড়াতে সতর্ক করেছে। ব্রোকারেজ ফার্ম বলছে, কোম্পানির নামে হোয়াটসঅ্যাপে ভুয়ো গ্রুপ চালানো হচ্ছে। শেয়ারবাজারে বিনিয়োগকারীদের ভালো রিটার্ন দিতে ওইসব গ্রুপে দাবি করা হচ্ছে। বিনিয়োগকারীদের এই ধরনের গ্রুপ থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।
অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে লেনদেন করুন
এইচডিএফসি সিকিউরিটিজ ব্যবহারকারীদের যেকোনো ধরনের লেনদেনের জন্য শুধুমাত্র অফিসিয়াল চ্যানেলে বিশ্বাস করতে বলেছে। হোয়াটসঅ্যাপে তার নামে চালানো জাল গ্রুপে ভাল আয়ের প্রলোভন দিয়ে আর্থিক তথ্য চুরি করা হচ্ছে। এইচডিএফসি সিকিউরিটিজের নামে যে কোনো বার্তা পাঠানো হলে বিনিয়োগকারীদের প্রথমে যাচাই করতে হবে। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে এবং সঠিক গবেষণা করার পর বিনিয়োগের যেকোনো সিদ্ধান্ত নিন।
কখনোই ব্যক্তিগত তথ্য দেবেন না
সংস্থাটি বলেছে যে এটি হোয়াটসঅ্যাপ বা অন্য কোনও অনানুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে আধার বা প্যান কার্ড বা ব্যবহারকারীর সাথে সম্পর্কিত কোনও ব্যক্তিগত তথ্য চায় না। সংস্থাটি কোনও হোয়াটসঅ্যাপ গ্রুপে ব্যবহারকারীদের যুক্ত করে না বা অফিসিয়াল প্ল্যাটফর্মের বাইরে কোথাও টাকা দিতে বলা হয় না।
বিনিয়োগকারীরা প্রতারণা এড়াতে কী করবেন
এই ধরনের প্রতারণা এড়াতে ব্যবহারকারীদের HDFC সিকিউরিটিজ ওয়েবসাইট বা অনুমোদিত অ্যাপ স্টোর থেকে অফিসিয়াল অ্যাপ ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও, ফার্মটি ব্যবহারকারীদের এইচডিএফসি সিকিউরিটিজের নামে কোনও সন্দেহজনক বার্তা পেলে অবিলম্বে কোম্পানির গ্রাহক পরিষেবা দলকে জানাতে বলেছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন : Indian Aviation Sector: ২৫ শতাংশ মহিলা কর্মী রাখতেই হবে এই সেক্টরে, ডিজিসিএ দিল নির্দেশ