Saif Ali Khan : বলিউডের (Bollywood) সাম্প্রতিক ঘটনার পরই টনক নড়ছে সবার। সইফ আলি খানের (Saif Ali Khan) ওপর অতর্কিত আক্রমণ সচেতনতার পাঠ পড়িয়েছে অনেককেই। যেখানে স্বাস্থ্য বিমার (Health Insurance) প্রয়োজনীয়তা আরও বেশি করে উপলব্ধি করছেন বিমা গ্রাহকরা (Insurance)। কারও ওপর ছুরির হামলা বা গুলি লাগলে কি পুরো স্বাস্থ্যবিমার টাকা পাবেন ?


৩৬ লাখ টাকা খরচ সইফের চিকিৎসায়
সম্প্রতি এক হামলাকারী বলিউড অভিনেতা সইফ আলি খানের বাড়িতে ঢুকে তাকে ছুরি মারে। যাতে গুরুতর আহত হন বলিউড অভিনেতা। পরিস্থিতি বেগতিক দেখে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। পাঁচ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পান সইফ। মিডিয়া রিপোর্ট বলছে, প্রায় এক সপ্তাহের জন্য সাইফ আলি খানের বিল এসেছে ৩৬ লাখ টাকা। যদি আপনার সঙ্গে ছুরি বা গুলির লাগার ঘটনা ঘটে, তাহলে আপনি কি চিকিৎসার জন্য পুরো চিকিৎসা বিমা সুবিধা পাবেন ? না এর জন্য আপনার পকেট থেকে এই সব খরচ করতে হবে? ছুরি বা বুলেটের আঘাতের ক্ষেত্রে স্বাস্থ্য বিমার নিয়ম কী ?


ছুরি বা বুলেটের আঘাতের ক্ষেত্রে আপনি কি পলিসি কভার পাবেন?
ছুরি বা বুলেটের আঘাতের ক্ষেত্রে আপনি মেডিক্যাল কভার পেতে পারেন। তবে এটি নির্দিষ্ট শর্ত ও পরিস্থিতির উপর সব নির্ভর করে। বেশিরভাগ স্বাস্থ্য বিমা পলিসি দুর্ঘটনাজনিত আঘাতের জন্য কভার দেয়। ছুরি বা গুলির আঘাত যদি দুর্ঘটনার কারণে হয় বা বাইরের কোনও হিংসাত্মক ঘটনার কারণে হয়, তাহলে তা কভার হয়। কিন্তু যদি ছুরি বা বুলেটের আঘাত কোনও অপরাধমূলক কার্যকলাপের সময় ঘটে থাকে তবে কোম্পানি তা কভার করে না। তবে সেই ক্ষেত্রে পুলিশ আপনার বিরুদ্ধে মামলা করলে স্বাস্থ্য বিমা কোম্পানি সেই আঘাত কভার করতে অস্বীকার করতে পারে।


এই বিষয়ে যত্ন নিন
আঘাতের কারণে হাসপাতালে ভর্তির প্রয়োজন হলেই স্বাস্থ্য বিমা পলিসি তা কভার করে। সাধারণত হাসপাতালের বাইরে রোগীর খরচ যেমন ছোটখাটো ক্ষতের চিকিৎসা পলিসি কভার করে না। যদি ঘটনাটি গুরুতর আঘাতে পরিণত হয়, তাহলে গুরুতর অসুস্থতা কভার বা অ্যাড অনও হতে পারে। এই ধরনের ঘটনায় দাবির জন্য পুলিশ রিপোর্ট (এফআইআর) বা অন্যান্য আইনি নথির প্রয়োজন হতে পারে। তাই আপনার নথিগুলি নিরাপদে রাখা উচিত। এই ছাড়াও বিভিন্ন পলিসি কোম্পানির বিভিন্ন শর্ত থাকতে পারে। আপনি যখনই স্বাস্থ্য বিমা নেবেন, তখন আপনাকে এর শর্তাবলী ভালভাবে পড়তে হবে।


Liquor Ban: রাজ্যের ১৭টি ধর্মীয় স্থানে মদ নিষিদ্ধ, মুখ্যমন্ত্রী নিলেন বড় সিদ্ধান্ত ; কোথায় - কবে থেকে ?