নয়াদিল্লি : করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেশের অর্থনীতিতে প্রভাব ফেলেছে। পরিস্থিতি মোকাবিলায় সম্প্রতি একটি জরুরি বৈঠকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট ৭৫ বেসিস পয়েন্ট ও রিভার্স রেপো রেট ৯০ বেসিস পয়েন্ট হ্রাসের সিদ্ধান্ত নেয়। এরফলে রেপো রেট কমে ৪.৪০ শতাংশ থেকে হয়েছে ৪ শতাংশ। রিভার্স রেপো রেট ৫.১৫ শতাংশ থেকে কমে হয়েছে ৪.৯ শতাংশ। এরপর মঙ্গলবার বিভিন্ন স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদ বিপুল কমাল কেন্দ্র। সেভিংস অ্যাকাউন্ট ছাড়া সব প্রকল্পেই এপ্রিল-জুন ত্রৈমাসিকে সুদের হার ৭০ থেকে ১৪০ বেসিস পয়েন্ট পর্যন্ত কমল। এই স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে রয়েছে পিপিএফ-ও। নতুন এই হার ১ এপ্রিল, ২০২০ থেকে কার্যকর হয়েছে। এই সুদের হার প্রতি ত্রৈমাসিকে ঘোষণা করা হয়। এখন দেখে নেওয়া যাক আমজনতার সঞ্চয়ে কী প্রভাব ফেলবে এই সিদ্ধান্ত।
পিপিএফ : দীর্ঘমেয়াদি স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম পিপিএফের মেয়াদ ১৫ বছর। এক্ষেত্রে সুদের হার ৮০ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। চলতি ত্রৈমাসিক পিপিএফে সুদের হার আগের ত্রৈমাসিকের ৭.৯ শতাংশ থেকে কমে হয়েছে ৭.১ শতাংশ।
সিনিয়র সিটিজ়েন সেভিংস স্কিম: সুদের হার ছাঁটাই থেকে বাদ পড়েনি প্রবীণ নাগরিকদের জন্য এই প্রকল্পের ক্ষেত্রেও। এক্ষেত্রে সুদের হার ৮.৬ শতাংশ থেকে কমে হয়েছে ৭.৪ শতাংশ।
সুকন্যা সমৃদ্ধি যোজনা: শিশুকন্যাদের বাবা-মায়েদের মধ্যে এই সঞ্চয় প্রকল্পের বিপুল জনপ্রিয়তা রয়েছে। এক্ষেত্রে সুদের হার ৮.৪ শতাংশ থেকে কমে হয়েছে ৭.৬ শতাংশ।
এনএসসি: ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে সুদের হার ৭.৯ শতাংশ থেকে কমে হয়েছে ৬.৮ শতাংশ।
পাঁচ বছর মেয়াদি ডাকঘর আরডি: পোস্ট অফিসে এই রেকারিং ডিপোজিটে নয়া আমানতকারীদের সুদের হার আগের ৭.২ শতাংশের পরিবর্তে হচ্ছে ৫.৮ শতাংশ।
কেভিপি: কিষাণ বিকাশ পত্রে সুদের হার ৭.৬ শতাংশ থেকে কমে হয়েছে ৬.৯ শতাংশ।
পোস্ট অফিসে মেয়াদি সঞ্চয়: পোস্ট অফিসে ১-৩ বছরের মেয়াদি সঞ্চয়ের ক্ষেত্রে সুদের হার ৬.৯ শতাংশ থেকে কমে হয়েছে ৫.৫ শতাংশ। পাঁচ বছরের মেয়াদি সঞ্চয়ের ক্ষেত্রে সুদের হার ৭.৭ শতাংশ থেকে কমে হয়েছে ৬.৭ শতাংশ।
পিপিএফ সহ অন্যান্য স্বল্পসঞ্চয় প্রকল্পে কতটা কমল সুদের হার, দেখে নেওয়া যাক একনজরে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Apr 2020 04:20 PM (IST)
করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেশের অর্থনীতিতে প্রভাব ফেলেছে। পরিস্থিতি মোকাবিলায় সম্প্রতি একটি জরুরি বৈঠকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট ৭৫ বেসিস পয়েন্ট ও রিভার্স রেপো রেট ৯০ বেসিস পয়েন্ট হ্রাসের সিদ্ধান্ত নেয়।
A customer counts Indian 100 rupee currency notes after withdrawing money at a bank on November 24, 2016, in the wake of the demonetisation of old 500 and 1000 rupee notes in Mumbai. - The US dollar hit a record high against the Indian rupee November 24 as the greenback surges on expectations of a rate hike next month following Donald Trump's shock presidential election victory. The US currency bought 68.8625 rupees during early afternoon forex trading, surpassing the previous high of 68.8450 recorded in August 2013. (Photo by INDRANIL MUKHERJEE / AFP)
NEXT
PREV
ব্যবসা-বাণিজ্য (business) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -