এরপর সমাজের বিভিন্ন স্তরের মানুষ, রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্ব, ব্যবসায়ীথেকে সাধারণ চাকুরিজীবী, সবাই বাড়িয়ে দিচ্ছেন সাহায্যের হাত।
এবার প্রধানমন্ত্রীর করোনা তহবিলে দান করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াতঅরুণ জেটলির ছেলে রোহন জেটলি। বাবার স্মরণে তিনি ৫ লাখ টাকা দিয়েছেন পিএম কেয়ারস ফান্ডে। টুইটে রোহনের বার্তা, বাবা আজ বেঁচে থাকলে সামনে থেকে লড়াই করতেন।
এইমুহূর্তে ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৫ জন।আক্রান্তের সংখ্যা ১৭১৬। দেশের মধ্যে মহারাষ্ট্রেইআক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। ওই রাজ্যে ৩২৫ জন করোনা আক্রান্ত বিভিন্নহাসপাতালে চিকিত্সাধীন। তারপরই রয়েছে কেরল। কেরলে করোনা আক্রান্তের সংখ্যা ২৪১।