Hero Electric Update: দূষণমুক্ত পরিবেশে ইলেকট্রিক গাড়ি পছন্দ করলে আপনার জন্য সুখবর ! চলতি বছরেই ১০,০০০ ইলেকট্রিক দু-চাকা প্রস্তুত করবে হিরো মোটোকর্প। সেই উদ্দেশ্যে সান মোবিলিটির সঙ্গে গাঁটছড়া বাঁধল কোম্পানি।
SUN Mobility Tecnology: মূলত, ইলেকট্রিক গাড়ির সার্ভিস থেকে 'সোয়াপেবল ব্যাটারি টেকনোলজি'তে সুনাম রয়েছে সান মোবিলিটির। এই কোম্পানির অনন্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ব্যাটারি প্রযুক্তি। যেখানে গাড়ি থেকে ব্যাটারি খুলে চার্জ করতে পারবেন চালক। বার বার চার্জিং স্টেশনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকার প্রযোজন নেই। চার্জ করা ব্যাটারি তুলে গাড়ি বসালেই চলতে শুরু করবে ইলেকট্রিক দু-চাকা।
Hero Electric Update: কী চুক্তি হয়েছে দুই কোম্পানির ?
নতুন চুক্তি অনুযায়ী, Hero Electric ও SUN Mobility আগামী তিন মাসের মধ্যে তাদের কাজ শুরু করবে। দুই কোম্পানির লক্ষ্য, চলতি বছরের শেষে ১০ হাজার ইলেকট্রিক বাইক বা স্কুটার তৈরি করা। দুই কোম্পানির চুক্তি প্রসঙ্গে হিরো ইলেকট্রিকের সিইও সোহিন্দর গিল জানিয়েছেন, সাম্প্রতিক বাজেটেই ব্যাটারি সোয়াপিং টেকনোলজির উল্লেখ করেছে সরকার।
সেই অনুযায়ী ইলেকট্রিক বাইকের মাধ্যমে সাশ্রয়ী ইকোসিস্টেম তৈরি করতে চাইছে হিরো। এই পরিকল্পনার মাধ্যমে ক্রেতাদের অধিক দূষণের গাড়ি থেকে দূষণহীন গাড়িতে স্থানাস্তরের প্লাটফর্ম গড়ে দেবে কোম্পানি।এই বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছে হিরো মোটোকর্প। এই উদ্যোগে হিরো মোটোকর্পকে ব্যাটারি ও চার্জিং পরিকাঠামো দিয়ে সাহায্য করবে সান মোবিলিটি (SUN Mobility)।
SUN Mobility Update: দুই বড় কোম্পানির এই চুক্তি প্রসঙ্গে সান মোবিলিটির চেয়ারম্যান চেতন মৈনি জানান, ইলেকট্রিক গাড়ির বাজারে হিরোর চিন্তাধারার সঙ্গে সহমত পোষণ করে সান মোবিলিটি। সেই থেকেই দুই কোম্পানির ইলেকট্রিক বাইক তৈরিকে কেন্দ্র করে এক প্লাটফর্মে আসা। শোনা যাচ্ছে, ইলেকট্রিক দু-চাকার বাজারে আগামীদিনে কম গতি, শহরের গতি ছাড়াও বেশি গতির দু-চাকা তৈরির দিকে মন দিচ্ছে হিরো মোটোকর্প। সেই ক্ষেত্রে বড় চাপ হতে পারে ওলার মতো ইলেকট্রিক স্কুটার প্রস্তুতকারক সংস্থার। দেশজুড়ে বিশাল নেটওয়ার্ক থাকার কারণে অনেক সস্তায় ভাল পণ্য দিতে পারবে হিরো। অন্তত তেমনই বলছে অটো ব্লগাররা।