Share Market: শেয়ার বাজারে যারা বিনিয়োগ করেন তাঁরা যেমন শেয়ারের দাম বাড়লে সেখান থেকে মুনাফা লাভ করেন, তেমনই বেশ কিছু সংস্থা তাঁদের মুনাফার অংশ শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ডের মাধ্যমেও বণ্টন করেন। এটা একটা বাড়তি টাকা পাওয়ার মত। ডিভিডেন্ড (Dividend Stocks) দেয় এমন সব স্টক পোর্টফোলিওতে থাকলে তা থেকে বছরে বেশ ভাল টাকা আয় হতে পারে। এই বছরের শুরু থেকে বাজারে এমন কিছু স্টক আছে যেগুলি প্রচুর ডিভিডেন্ড দিয়েছে। নিয়মিত আয়ের জন্য বিনিয়োগকারী হিসেবে আপনিও কি এইসব স্টক কিনে রেখেছিলেন ?


Coal India


রাষ্ট্রায়ত্ত এই সংস্থার স্টকে বিনিয়োগকারীরা পেয়েছেন ৫.৬ শতাংশ ডিভিডেন্ড। এক বছরে এই কোল ইন্ডিয়ার শেয়ারে বিনিয়োগকারীরা সর্বসাকুল্যে ১০৬.৬২ শতাংশ রিটার্ন পেয়েছেন। ডিভিডেন্ডের হিসেব করলে এটি ২০২২ ও ২০২৩ সালে যথাক্রমে ১৭ টাকা প্রতি শেয়ারে ও ২৪.৭ টাকা প্রতি শেয়ারে ডিভিডেন্ড দিয়েছে যা স্টক এক্সচেঞ্জের মধ্যে সর্বোচ্চ ডিভিডেন্ড।


360 One WAM


এই শেয়ারে এখনও পর্যন্ত ৪.৮ শতাংশ ডিভিডেন্ড (Dividend Stocks) দেওয়া হয়েছে। এক বছরে সংস্থার শেয়ারের দাম বেড়েছে প্রায় ৬১.৩৬ শতাংশ। যদিও গতকাল এই সংস্থার শেয়ার লাল সঙ্কেতেই বন্ধ হয়েছে। ২০২২ ও ২০২৩ সালে যথাক্রমে এই শেয়ারে ৫৫ টাকা ও ৩৪.২৫ টাকা প্রতি শেয়ারে ডিভিডেন্ড মিলেছে।


ONGC


রাষ্ট্রায়ত্ত আরেকটি এই সংস্থার শেয়ারেও নিয়মিত হারে ডিভিডেন্ড পাওয়া যায়। এর ডিভিডেন্ড ইল্ড ৪.৩ শতাংশ। ONGC-র শেয়ার এই সেরা ১০ ডিভিডেন্ড পেয়িং স্টকের তালিকায় রয়েছে পঞ্চম স্থানে। ২০২৩ সালে এই সংস্থা প্রতি শেয়ারে ১১.৩০ টাকা ডিভিডেন্ড দিয়েছে।


Tech Mahindra


IT সেক্টর কোম্পানির স্টকের মধ্যে এই টেক মহিন্দ্রা কোম্পানির স্টকে সবথেকে বেশি ডিভিডেন্ড মিলেছে। ডিভিডেন্ড ইল্ড ৩.৯ শতাংশ। ২০২৩ সালে প্রতি শেয়ারে এই সংস্থা ৫০ টাকা ডিভিডেন্ড দিয়েছে।


Gujarat State Fertilizers & Chemicals Ltd


কেমিক্যাল সেক্টরের এই স্টকে ৪.৬ শতাংশ ডিভিডেন্ড ইল্ড রয়েছে। ২০২২ সালে যেখানে এই সংস্থা শেয়ার পিছু ২.৫ টাকা দিয়েছিল ডিভিডেন্ড হিসেবে, সেখানে ২০২৩ সালে ডিভিডেন্ড মিলেছে প্রতি শেয়ারে ১০ টাকা হারে।


এছাড়া আরও দুটি বেশি ডিভিডেন্ড দিয়েছে এমন স্টকের মধ্যে রয়েছে পিটিসি ইন্ডিয়া (PTC India) এবং আইটিসি ইন্ডিয়া (ITC India)। PTC India-র স্টকে শেয়ার পিছু ডিভিডেন্ড মিলেছে ৭.৮ টাকা এবং ITC-র শেয়ার পিছু ২০২৩ সালে ১৫.৫০ টাকা ডিভিডেন্ড দিয়েছে। 


আরও পড়ুন: Multibagger Stock: এই মাল্টিব্যাগার স্টকের রিটার্ন শুনলে অবাক হবেন, তিন বছরে ৭৬৫ শতাংশ বৃদ্ধি