Share Market: ফের খবরের শিরোনামে হিন্ডেনবার্গ রিপোর্ট। এবার আদানির বিরুদ্ধে এই রিপোর্টের সততা নিয়ে প্রশ্ন তুললেন বিশিষ্ট বিনিয়োগকারী।

Adani Stock Crash: চলতি বছরের প্রথম মাসেই ঘটে ভারতের শেয়ার বাজারে 'বিস্ফোরণ'। আমেরিকান শর্ট সেলিং ফার্ম হিন্ডেনবার্গ রিসার্চের আদানি গ্রুপ সম্পর্কে বিতর্কিত প্রতিবেদন আলোড়ন ফেল দেয় বাজারে। পরবর্তীকালে সেই রিপোর্ট আদানি গোষ্ঠীর ব্যাপক ক্ষতি করে। যদিও অনেক বিশ্লেষক ও বিশেষজ্ঞ মনে করেন, হিন্ডেনবার্গের রিপোর্ট সঠিক ছিল না। এবার বিতর্কিত রিপোর্ট নিয়ে মুখ খুলেছেন আরও এক অভিজ্ঞ বিনিয়োগকারী।

Share Market: মবিয়াস এই দাবি করেছেন

সম্প্রতি আদানি -হিন্ডেনবার্গ ইস্যুতে মুখ খুলেছেন মোবিয়াস ক্যাপিটালের প্রতিষ্ঠাতা মার্ক মোবিয়াস। বাজারে একজন অভিজ্ঞ বিনিয়োগকারী হিসেবেই পরিচিত মার্কের নাম। এই বিনিয়োগকারী মনে করেন, হিন্ডেনবার্গ তার রিপোর্টে আদানি গোষ্ঠীর বিষয়ে উদ্বেগকে অতিরঞ্জিত করে প্রকাশ করেছে। তিনি বলেছেন, হিন্ডেনবার্গ রিসার্চ জানুয়ারিতে আদানি গোষ্ঠীর বিষয়ে যে রিপোর্ট প্রকাশ করেছে, তা সম্পূর্ণ সঠিক বলা যায় না। সম্প্রতি একটি ইংরেজি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন মবিয়াস।

Adani Hindenburg Report: বিজনেস টুডে-র সঙ্গে সাক্ষাকারের সময় মবিয়াস বলেন, ''আমি বিশ্বাস করি, হিন্ডেনবার্গ হয়তো আদানি সম্পর্কে সবকিছু অতিরঞ্জিত করেছে। তার কারণ ছিল। আপনি যখন একটি স্টক শর্ট করেন, আপনি চান যে এটি সম্পর্কে সব খারাপ সঙ্কেত বেরিয়ে আসুক। কিন্তু আমি বিশ্বাস করি না যে হিন্ডেনবার্গ রিপোর্ট সম্পূর্ণ সঠিক ছিল।''

Adani Stock Crash: সবাই ইতিমধ্যেই সবকিছু জানত

মোবিয়াস ক্যাপিটালের প্রতিষ্ঠাতা আরও যোগ করেছেন যে, হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টে এমন কিছু ছিল না, যা আগে থেকেই জানা ছিল না। আদানি গোষ্ঠীর ব্যবসায় আদানি পরিবারের যোগ নিয়েই হোক বা বিশাল ঋণের বিষয়ে, হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশের আগেই এই সবই জানা গিয়েছিল। সবাই জানত যে পরিবারটি ব্যবসার সঙ্গে জড়িত। এটি কোনও গোপন বিষয় ছিল না। আরও কিছু বিষয়, যেগুলিকে সামনে আনা হয়েছিল, তা বিশ্লেষকদের আগেই জানা ছিল। ঋণের মাত্রা যে কোম্পানিতে খুব বেশি ছিল তা আগে থেকেই সবার জানা ছিল। গত ২৭ জানুয়ারি হিন্ডেনবার্গ রিপোর্ট সামনে আসতেই ধস নামে আদানির স্টকে।

আরও পড়ুন : Indian Railway: গ্রীষ্মের ছুটিতে কনফার্ম টিকিট চান ? IRCTC-র বিকল্প স্কিম বেছে নিন, দ্রুত কাজ হবে