Railways Of India: ভ্রমণের জন্য নিশ্চিত ট্রেনের টিকিট পেতে চাইলে আপনিও করতে পারেন এই কাজ। IRCTC দিচ্ছে এই পরিষেবা। যেখানে IRCTC Vikalp স্কিমের মাধ্যমে সহজেই দ্রুত কনফার্ম টিকিট পেয়ে যাবেন আপনি।

  


Indian Railway: বর্তমানে ভারতীয় রেল সাধারণ মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতিদিন কোটি কোটি যাত্রী ট্রেনে যাতায়াত করেন। ট্রেনে প্রচণ্ড ভিড়ের কারণে অনেক সময় যাত্রীরা নিশ্চিত টিকিট পান না। সেই জরুরি পরিস্থিতিতে জনগণের সমস্যা বহুগুণ বেড়ে যায়। এই ধরনের সমস্যার সমাধানে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) বিকাশ বিকল্প নিয়ে এসেছে। এটি এমন একটি উপায় যার মাধ্যমে একটি নিশ্চিত টিকিট পাওয়ার সম্ভাবনা (কীভাবে ট্রেনে কনফার্ম টিকিট পাওয়া যায়) বৃদ্ধি পায়। জেনে নিন, এটি কী ও সাধারণ যাত্রীরা এর থেকে কী কী সুবিধা পেতে পারেন।


IRCTC Vikalp স্কিম আসলে কী ?


Vikalp স্কিম (IRCTC Vikalp স্কিম) এর মাধ্যমে যাত্রীরা ট্রেনের টিকিট বুক করার সময় নিশ্চিত টিকিট পেতে অন্য ট্রেনের বিকল্পও বেছে নিতে পারেন। এতে নিশ্চিত টিকিট পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই স্কিমটিকে রেলওয়ের অল্টারনেট ট্রেন অ্যাকোমোডেশন স্কিম (ATAS)ও বলা হয়। এই স্কিমের মাধ্যমে আপনি যদি সেই ট্রেনে নিশ্চিত টিকিট না পান ও অন্য ট্রেনে আসন খালি থাকে, তাহলে আপনি সেই ট্রেনে একটি নিশ্চিত টিকিট পাবেন। এই স্কিমের মাধ্যমে গ্রীষ্মের ছুটিতে, উৎসবের মরসুমে যাত্রীদের নিশ্চিত টিকিট পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়৷ তবে মনে রাখবেন, বিকল্প বেছে নেওয়ার অর্থ এই নয় যে আপনি সবসময় নিশ্চিত টিকিট পাবেন৷


Indian Railway: অপশন কীভাবে নির্বাচন করবেন ?
আপনি যদি নিশ্চিত টিকিট পেতে এই বিকল্পটি ব্যবহার করতে চান, তাহলে আপনি IRCTC ওয়েবসাইটের মাধ্যমে বুকিং করার সময় এই বিকল্পটি বেছে নিতে পারেন।


আপনি যে ট্রেনটি বুক করতে চান সেখানে যদি কোনও আসন না থাকে ও আপনি ওয়েটিং টিকেট পান, তাহলে আপনি এই বিকল্পটি বেছে নিতে পারেন।


এতে আপনি VIKALP অপশন দেখতে পাবেন, এটি নির্বাচন করুন।


এরপরে আপনি অন্যান্য ট্রেনের বিকল্প দেখতে পাবেন।


এতে আপনি মোট ৭টি ট্রেন বেছে নিতে পারবেন।


আপনি যদি বুকিংয়ের সময় এই বিকল্পটি দেখতে না পান তবে আপনি বুক করা টিকিটের হিস্ট্রিতে গিয়ে এই বিকল্পটি বেছে নিতে পারেন।তারপর রেলওয়ে অন্যান্য ট্রেনেও আপনার জন্য নিশ্চিত টিকিট খোঁজার চেষ্টা করবে।


আরও পড়ুন : Reliance Jio Cinema: জিও সিনেমাতে এবার লাগবে টাকা ? কী বলছে কোম্পানি