Jack Dorsey's Wealth: ভারতে আাদানি গ্রুপের পর এবার আমেরিকার কোম্পানির বিরুদ্ধে হিসেবে কারচুপির অভিযোগ তুলল শর্ট সেলিং ফার্ম হিন্ডেনবার্গ রিসার্চ। নতুন রিপোর্ট টুইটারের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসির কোম্পানি ব্লক ইনক-এর বিরুদ্ধে অর্থ তছরূপের অভিযোগ এনেছে কোম্পনি। রিপোর্টে বলা হয়েছে, সরকারের সঙ্গে প্রতারণা করেছে এই কোম্পানি। পাশাপাশি হিসেবে গরমিল দেখিয়ে বিনিয়োগকারীদেরও বিভ্রান্ত করা হয়েছে।


Hindenburg Research: জ্যাক ডরসির বিপুল ক্ষতি
হিন্ডেনবার্গের এই নতুন প্রতিবেদন প্রকাশের পর থেকে জ্যাক ডরসির সম্পদ দ্রুত কমেছে। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, বৃহস্পতিবার ডরসির সম্পদ ৫২৬ মিলিয়ন কমেছে, যা মে থেকে একদিনের সবচেয়ে বড় পতন। ১১ শতাংশ কমার পর এখন তার সম্পদ ৪.৪ বিলিয়ন ডলারে নেমে এসেছে।


Block Ink : কী নিয়ে অভিযোগ ? 
হিন্ডেনবার্গ তার নতুন প্রতিবেদনে দাবি করেছে, ব্লক ইনক অর্থের হিসেবে কারচুপি করেছে। যেখানে ভুলভাবে রাজস্ব আদায় করা হয়েছে। এ ছাড়াও ব্যবহারকারীদের কোম্পানির আর্থিক ভাবমূর্তি অতিরঞ্জিতভাবে দেখানো হয়েছে। জ্যাক ডরসির কোম্পানি ব্লক ইনক ব্যবসায়ী ও ব্যবহারকারীদের জন্য পেমেন্ট ও মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা সরবরাহ করে।


Hindenburg Research: অভিযোগ অস্বীকার করেছে জ্যাক ডরসির সংস্থা 
যদিও হিন্ডেনবার্গের সব অভিযোগ অস্বীকার করেছে জ্যাক ডরসির কোম্পানি। এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থা। ইতিমধ্যেই হিন্ডেনবার্গ রিপোর্টের জেরে বৃহস্পতিবার কোম্পানির শেয়ার ১৫ শতাংশ কমেছে। এর আগেই ব্লক ইনকর্পোরেটেডের শেয়ার ২২ শতাংশ কমেছে।


Gautam Adani Wealth: গৌতম আদানির সম্পত্তি এত কমেছে


হিন্ডেনবার্গ এর আগে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি গৌতম আদানির কোম্পানির বিরুদ্ধে রিপোর্ট প্রকাশ করেছিল হিন্ডেনবার্গ। যার পরে আদানির সম্পদ ৬০ বিলিয়ন ডলারে নেমে এসেছে। বিশ্বের ধনীদের তালিকায় এখন ৩ থেকে ২১ নম্বরে পৌঁছে গিয়েছেন আদানি।


Hindenburg Report: হিন্ডেনবার্গ রিপোর্টের পর অঘটন
গত ২৪ জানুয়ারি আমেরিকার শর্ট সেলিং সংস্থা হিন্ডেনবার্গ রিপোর্টের পরই তলানিতে চলে আসে আদানি গ্রুপের স্টক। গৌতম আদানির বিভিন্ন কোম্পানির বিরুদ্ধে হিসেবে কারচুপির অভিযোগ আগে হিন্ডেনবার্গ। এরপরই বিশ্বের বিলিয়নেয়ারদের তালিকায় তিন নম্বর থেকে ৩৫ নম্বরে নেমে আসেন গৌতম আদানি। তবে গত কয়েকদিন ধরে গৌতম আদানির সম্পদের পরিমাণ বেড়েছে। সেই কারণে ফের বিশ্বের ধনীদের তালিকায় দ্রুত উঠে এসেছে গৌতম আদানির স্থান।


আরও পড়ুন : 31 March Deadline: ৩১ মার্চের আগে করতেই হবে এই ৫ কাজ, না হলে জরিমানা !