Financial Tasks: হাতে আর কয়েকটা দিন বাকি। ২০২২-২৩ অর্থবর্ষ শেষ হয়ে নতুন আর্থিক বছরে পা দেবে দেশ। ২০২৩-২৪ অর্থবর্ষ শুরু হবে এপ্রিল থেকে। এই পরিস্থিতিতে আর্থিক দিক থেকে মার্চ মাসটি খুবই গুরুত্বপূর্ণ। এরকম অনেক কাজ আছে যা ৩১ মার্চের মধ্যে না করলে ভুগতে হবে আপনাকে। মার্চ মাস শেষ হওয়ার আগে এসব কাজের নিষ্পত্তি না করলে পরবর্তীতে জরিমানা হিসেবে আরও বেশি টাকা দিতে হতে পারে। জেনে নিন, কোন কাজগুলি সারতে হবে এই নির্দিষ্ট সময়ের মধ্যে।


১ প্যান আধার লিঙ্ক করুন


আয়কর বিভাগ সব প্যান কার্ডহোল্ডারদের প্যান ও আধার লিঙ্ক করতে বলেছে। এই কাজ করার সময়সীমা ৩১ মার্চ হিসাবে নির্ধারণ করা হয়েছে। মনে রাখবেন, প্যান আধার লিঙ্ক করার সময়সীমা অতীতেও বেশ কয়েকবার বাড়ানো হয়েছে। তবে এবার আয়কর বিভাগ স্পষ্ট করে দিয়েছে যে, এর সময়সীমা আর বাড়ানো হবে না। আধারের সঙ্গে PAN লিঙ্ক না করার ক্ষেত্রে আপনার PAN নিষ্ক্রিয় হয়ে যাবে। এর পরে আপনাকে ১০,০০০ টাকা জরিমানা দিয়ে আধারের সঙ্গে প্যান লিঙ্ক করতে হবে। নিষ্ক্রিয় প্যান-এর ক্ষেত্রে আপনি আইটি রিটার্নও ফাইল করতে পারবেন না।


২ মিউচুয়াল ফান্ডে মনোনয়ন 


মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের ৩১ মার্চ তারিখটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি বিনিয়োগকারীদের ৩১ মার্চের মধ্যে মিউচুয়াল ফান্ডে মনোনয়নের কাজ শেষ করতে বলেছে। এই কাজ করতে ব্যর্থ হলে পোর্টফোলিও ফ্রিজ করা হবে বিনিয়োগকারীদের। এর পরে এটি আবার শুরু করতে আপনাকে সব বিবরণ ফের জমা দিতে হবে। এই পরিস্থিতিতে নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার আগেই এই কাজটি অবশ্যই শেষ করুন।


৩ ট্যাক্স সাশ্রয়ের সময়সীমা


২০২২-২৩ আর্থিক বছরে কর ছাড় পেতে ট্যাক্স সেভিং স্কিমে বিনিয়োগ করার এটাই শেষ সুযোগ। আপনি যদি আয়করের ধারা 80C-এর অধীনে ১.৫ লক্ষ টাকা ছাড় পেতে চান তাহলে PPF, সুকন্যা সমৃদ্ধি যোজনা, ট্যাক্স সেভার FD-এর মতো অনেক স্কিমে বিনিয়োগ করার এটাই শেষ সুযোগ।


৪ PPF ও SSY-এ ন্যূনতম বিনিয়োগ


আপনি যদি সারা বছর ধরে পাবলিক প্রভিডেন্ট ফান্ড ও সুকন্যা সমৃদ্ধি যোজনায় ন্যূনতম পরিমাণ বিনিয়োগ না করে থাকেন, তাহলে এই কাজটি ৩১ মার্চের আগে করতে হবে। এই কাজ না করার ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হবে। সেই ক্ষেত্রে জরিমানার পরিমাণ শোধ করার পরেই এটি ফের চালু করতে পারবেন। এই পরিস্থিতিতে আপনি যদি এই স্বল্প সঞ্চয় অ্যাকাউন্টগুলি নিষ্ক্রিয় হওয়া থেকে বাঁচাতে চান, তবে আজই এতে ন্যূনতম টাকা জমা করুন।


৫ প্রধানমন্ত্রী বয়োঃ বন্দনা যোজনার সময়সীমা


আপনি যদি ৬০ বছর বয়সের পরে পেনশনের নিরাপত্তা পেতে চান, তাহলে প্রধানমন্ত্রী বয়োঃ বন্দনা যোজনায় বিনিয়োগ করতে পারেন। সরকারের এই প্রকল্পের সময়সীমা ৩১ মার্চ ২০২৩-এ শেষ হচ্ছে। এখনও পর্যন্ত সরকার এর সময়সীমা বাড়ানোর কোনও ঘোষণা করেনি। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে আপনি এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। এই স্কিমের অধীনে জমা তহবিলে ৭.৪ শতাংশ রিটার্ন পাওয়া যায়। আপনি বার্ষিক, অর্ধ-বার্ষিক, ত্রৈমাসিক বা মাসিক ভিত্তিতে স্কিমের অধীনে প্রাপ্ত পেনশন তুলতে পারেন।


আরও পড়ুন : Aadhaar Card Fraud: আধার হারালেও অবহেলা করছেন ! প্রথমে কী করতে হবে জানেন