নয়াদিল্লি: হোলির আগেই সুখবর। ভারতের বাজারে একসঙ্গে একাধিক নতুন মডেলের ল্যাপটপ আনছে স্যামসাঙ (samsung)। সংস্থার সূত্রে খবর, ভারতে ছয়টি নতুন মডেলের ল্যাপটপ লঞ্চ করবে স্যামসাঙ। 


চিপের জোগান নিয়ে টালমাটাল অবস্থা চলছিল বিশ্বজুড়ে। তারমধ্যেই নতুন ল্যাপটপ (laptop) আনছে স্যামসাঙ। ভারতে ল্যাপটপের বাজারে ইতিমধ্যেই প্রবল প্রতিযোগিতা রয়েছে প্রথম সারির সংস্থাগুলির মধ্যে। তারমধ্যেই নিজেদের সম্ভার নিয়ে পা রাখছে স্যামসাং।


থাকছে বিভিন্ন রেঞ্জের ল্যাপটপ (laptop)। ৪০ হাজার টাকা থেকে শুরু করে এর লক্ষ টাকা পর্যন্ত দামের ল্যাপটপ আনছে স্যামসাঙ। ভারতে ল্যাপটপের বাজারে অন্তত দুই অঙ্কের মার্কেট শেয়ার (market share) দখল করা লক্ষ্যেই পা ফেলছে স্যামসাঙ। বাজার ধরার জন্যই হোলির সময়টাইকে বেছে নিয়েছে প্রস্তুতকারক সংস্থা। 


সংস্থার এক কর্তা  সন্দীপ পসওয়াল বলেন, 'ব্যবহারকারীদের সব প্রয়োজনের কথা ভেবেছি আমরা। পড়়ুয়া থেকে উদ্যোগপতি সবার জন্য ল্যাপটপ রয়েছে আমাদের।'  সংস্থার তরফে আরও বলা হয়েছে, এই সময়ে বাড়ি থেকে কাজ বেশি হচ্ছে, চলছে অনলাইন ক্লাসও। তার জন্য প্রয়োজন ল্যাপটপ, সেদিকে তাকিয়েই বাজারে একসঙ্গে এতগুলো ল্যাপটপ আনা হচ্ছে।


শুধু নতুন মডেলই নয়। আফটার সেলস সার্ভিসের (after sales service) দিকেও খেয়াল রাখবে, জানিয়েছে স্যামসাং। 24x7 -এর জন্য থাকছে সার্ভিস সাপোর্ট।  


গত মাসেই MWC 2022-তে একাধিক গ্যাজেট লঞ্চ করেছে স্যামসাঙ। Galaxy Book 2 Pro, Galaxy Book 2 Pro 360, Galaxy Book 2 360 লঞ্চ করা হয়েছিল। সামনে আনা হয়েছিল আরও ২টি মডেল। প্রসেসর থেকে ডিসপ্লে। সবক্ষেত্রেই নজর দিয়েছে সংস্থা।  


শুধু ল্যাপটপই নয়, গ্যালাক্সি সিরিজের নতুন মোবাইলও আনতে চলেছে স্যামসাঙ। সাধ্যে থাকা দামের সঙ্গেই একাধিক আধুনিক ফিচারের মেলবন্ধন থাকবে স্যামসাঙেরর নতুন এই ফোনে। গ্যালাক্সি সিরিজের আরও একাধিক ফোন আনতে চলেছে প্রস্তুতকারক সংস্থা। 


আরও পড়ুন: সব জল্পনার অবসান, দেশে ক্রিপ্টোর ভবিষ্যৎ নিয়ে এই বলল সরকার