নয়াদিল্লি: স্মার্ট লুকের সঙ্গে প্রিমিয়াম ডিজাইন ল্যাঙ্গোয়েজ নিয়ে লঞ্চ হল সেকেন্ড জেনারেশন Honda BR-V 2021। আগের মডেলের থেকে সম্পূর্ণ আলাদা এই নতুন SUV। যেখানে টল স্টান্সের সঙ্গে চওড়া সামনের গ্রিল নজর কাড়ছে সবার। ভার্চুয়াল ইভেন্টে এই সেভেন সিটার লঞ্চ করেছে হন্ডা।


এর আগে N7X কনসেপ্ট মডেল এনেছিল Honda। অটো এক্সপোতে যার ডিজাইন চমকে দিয়েছিল কার ব্লগারদের। সেই থেকেই এই কনসেপ্টের ওপর ভিত্তি করে গাড়ি তৈরি শুরু করে হন্ডা মোটরস। এদিন যার ফলস্বরূপ লঞ্চ হয়েছে Honda BR-V 2021। ইতিমধ্যেই ভারতে প্রোডাকশন বন্ধ হয়েছে পুরোনো BR-V-র। তাই নতুন মডেল নিয়ে আশাবাদী কোম্পানি।আপাতত ইন্দোনেশিয়ান মার্কেটে আসবে এই গাড়ি। পরবর্তীকালে এর গ্লোবাল ভ্যারিয়েন্ট বিক্রি শুরু হবে দেশ-বিদেশে।


Honda BR-V-র ডিজাইন ল্যাঙ্গোয়েজ
আগের মডেলের থেকে একেবারে বদলে গেছে এর ডিজাইন। যেখানে পুরোনো BR-V কিছু MPV-র মতো দেখতে ছিল। এবার নতুন মডেলে সেরকম কোনও কিছুই চোখ পড়বে না।সবথেকে বড় বিষয়, আগের থেকে ২০ এমএম গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেড়েছে গাড়ির। এখন এই এসইউভিতে ২২০ এমএম-এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন ক্রেতারা। হন্ডার প্রিমিয়ান সেডানগুলোর মতোই এতে সামনে ক্রোমপ্লেটেড গ্রিল ও এলইডি ডিআরএলস-এর ব্যবহার করা হয়েছে। ফগ লাইটেও থাকছে এলইডি-র আলো।


Honda BR-V-র ফিচার
হন্ডার এই গাড়িতে একাধিক নতুন ফিচার দিয়েছে কোম্পানি। যেখানে Honda Lane Watch, Remote Engine Start, Walk-Away Auto Lock, Smart Entry System দেখা যাবে এই চার চাকায়। কেবিনেও নেই দম বন্ধ করা পরিবেশ। সাত ইঞ্চির টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট দেওয়া হয়েছে গাড়িতে।  Apple CarPlay ছাড়াও Android Auto ফিচার রয়েছে এখানে। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের জন্য দেওয়া হয়েছে ৪.২ ইঞ্চির TFT display। 


Honda BR-V ইঞ্জিন স্পেকস
Honda BR-Vতে ১.৫ লিটার ৪ সিলিন্ডার i-VTEC ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা ১২১ পিএস পাওয়ার জেনারেট করতে পারে। সঙ্গে রয়েছে ১৪৫ এনএম-এর পিক টর্ক। গাড়িতে ৬ স্পিড ম্যানুয়াল অথবা সিভিটি গিয়ারবক্স অপশন পেতে পারেন ক্রতা।