ম্যাকায়: ব্যাট হাতে লড়াই করলেন মিতালি রাজ (Mithali Raj) ও রিচা ঘোষ (Richa Ghosh)। বল হাতে লড়লেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। তবু বিশ্বের এক নম্বর দলকে আটকে রাখতে পারল না ভারত। ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচে ভারতকে ৯ উইকেটে হারিয়ে দিল শক্তিশালী অস্ট্রেলিয়া। গড়ে ফেলল নজির। টানা ২৫টি ওয়ান ডে-তে জিতল অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল। যে রেকর্ড কোনও দল কখনও করে দেখাতে পারেনি।


তিনি ব্যাট হাতে ২২ গজে নামলেই রেকর্ড গড়েন। মহিলা ক্রিকেটে কিংবদন্তি মনে করা হয় তাঁকে। মিতালি রাজের কেরিয়ারে আরও একটি মাইলফলক যোগ হল মঙ্গলবার। আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ২০ হাজার রান পূরণ করলেন মিতালি রাজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে এই নজির গড়লেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে খেলতে নামে ভারতীয় মহিলা ক্রিকেট দল। 


ব্যাট হাতে বরাবরই ধারাবাহিক মিতালি। এদিনের ম্যাচেও চেনা ছন্দেই পাওয়া গেল তাঁকে। হাঁকালেন অর্ধশতরানও। টানা ৫ ম্যাচে অর্ধশতরান করলেন মিতালি। এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে ওপেনিং জুটি স্মৃতি মান্ধানা ও শেফালি বর্মা বড় রান করতে না পারলেও মিডল অর্ডারে ক্রিজে রুখে দাঁড়ান মিতালি। তৃতীয় উইকেটে ইয়াস্তিকা ভাটিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ ৭৭ রান যোগ করেন বোর্ডে। ভাটিয়া ৫২ বলে ৩৫ রান করেন। ৩টি বাউন্ডারির সাহায্যে ১০৭ বলে ৬১ রানের ইনিংস খেলেন তিনি। নিজের অর্ধশতরান পূরণ করার আগেই আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন মিতালি। চার নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন মিতালি। তাঁকে যোগ্য সঙ্গ দেন রিচা ঘোষ (২৯ বলে ৩২*) ও ঝুলন গোস্বামী (২৪ বলে ২০)। শেষ পর্যন্ত  ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে বোর্ডে ২২৮ রান তুলে নেয় ভারতীয় মহিলা ক্রিকেট দল। মঙ্গলবারই শিলিগুড়ির মেয়ে রিচার ওয়ান ডে অভিষেক হল জাতীয় দলের জার্সিতে। প্রথম ম্যাচেই নজর কেড়েছেন বঙ্গকন্যা।


তবে রান তাড়া করতে নেমে শুরু থেকেই ছিল অস্ট্রেলিয়ার দাপট। ওপেনিং জুটিতে র‌্যাচেল হেনস ও অ্যালিসা হিলি ২১.২ ওভারে ১২৬ রান যোগ করেন। ৭৭ বলে ৭৭ রান করে হিলি ফিরলেও র‌্যাচেল ৯৩ রানে অপরাজিত থাকেন। তিন নম্বরে নেমে হাফসেঞ্চুরি করেন অধিনায়ক মেগ ল্যানিংও (৫৩ অপরাজিত)। ৯ ওভার বাকি থাকতে মাত্র এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ঝুলন ১০ ওভারে মাত্র ৩৮ রান খরচ করলেও লাভ হয়নি।