Upcoming Electric Bike: রয়্যাল এনফিল্ড ছাড়াও ইলেকট্রিক বাইক আনার কাজ শুরু করে দিয়েছে অন্যরা। এবার ভারতের ইলেকট্রিক বাইকের বাজাকর ধরতে নেমে পড়ল হন্ডা। ২০২৫ সালের মধ্য়েই দেশের রাস্তায় দেখা যাবে হন্ডার ৫০০-৭৫০ সিসির ইলেকট্রিক বাইক।


Honda Electric Bikes: কবে দেখা যাবে চূড়ান্ত মডেল


সম্প্রতি বাজারে আসার আগেই হন্ডার ইলেকট্রিক বাইক নিয়ে শোরগোল পড়ে গিয়েছে বাজারে। মূলত, সর্বভারতীয় একটি ইংরেজি সংবাদপত্রে এই খবর প্রকাশ হতেই কৌতূহল বাড়ছে। হন্ডার ইলেকট্রিক বাইকের বিষয়ে নিশ্চিত করেছে কোম্পানি। হন্ডার ডিরেক্টর শিনজি আওয়ামা জানিয়েছেন, কোম্পানি 'ফান টু ড্রাইভ' বা মজাদার অভিজ্ঞতা দেবে এমন একটি ইলেকট্রিক বাইক আনার পরিকল্পনা করছে। 


UpcomingElectric Bike: কী থাকবে বাইকে ?


হন্ডার ডিরেক্টর জানিয়েছেন, তাদের নতুন উদ্ভাবনে ৫০০-৭৫০ সিসির ইলেকট্রিক বাইক আনবে কোম্পানি। দুটি সিলিন্ডারের বাইক হবে এই মডেল। সংবাদমাধ্যমের খবর বলছে, গতির ওপর ভিত্তি করে এই ইলেকট্রিক বাইক আনবে হন্ডা। শোনা যাচ্ছে, ICE প্লাটফর্মের সঙ্গে অনেকটাই মিল থাকবে নতুন বাইকের। ২০২৫ সালের মধ্য়েই ভারতের রাস্তায় দেখা যেতে পারে এই বাইক।


Honda Electric Bikes: আগেই এই ঘোষণা করেছিল কোম্পানি 


তবে এই প্রথমবার নয়, আগেই এই বিষয়ে ঘোষণা করেছিল কোম্পানি। মার্চেই হন্ডা জানিয়েছিল, ২০২৪ সালের মার্চের মধ্য়ে দুটি ইলেকট্রিক বাইক দেশে লঞ্চ করবে তারা। সবথেকে বড় বিষয় এগুলির ব্যাটার চাইলেই বাড়িতে চার্জে বসানো যাবে। তাই একটার চার্জ শেষ হলে অন্যটা বাইকে বসিয়ে দিতে পারবেন। এতে প্লাগে বসিয়ে বাইক চার্জ করার সমস্যা থাকবে না। 


Electric Bikes In India: কোথায় তৈরি হয়েছে ইলেকট্রিক বাইকের কারখানা ?


ইতিমধ্যেই ৫০০-৭৫০ সিসির ইলেকট্রিক বাইক তৈরির প্রস্তুতি শুরু করে দিয়েছে হন্ডা। কর্ণাটকের নারসারাপুরায় ইলেকট্রিক বাইক তৈরির একটি প্লান্ট তৈরি করেছে কোম্পানি। হন্ডার লক্ষ্য়, ২০৩০ সালের মধ্যে এই ইউনিট থেকে ১০ লক্ষ ইলেকট্রিক বাইক তৈরি করবে কোম্পানি। 


Honda Electric Bikes:  ইলেকট্রিক বাইক নিয়ে কী পরিকল্পনা কোম্পানির ?


দু-চাকার ইলেকট্রিক বাইক বা স্কুটার নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পানা নিয়েছে জাপানের এই কোম্পানি। এই বিষয়ে কোম্পানির সিইও আতসুশি ওগাতা বলেছেন, ''ভারতে ক্রমশ ইলেকট্রিক গাড়ির চাহিদা বাড়ছে। এট ভালবাভেই বুঝতে পেরেছে কোম্পানি। সেই কারণে দেশে সেরা ইভি-র পরিকাঠামো গড়ে তুলতে চায় হন্ডা।  কর্ণাটকে সেই লক্ষ্যেই কারখানা তৈরি করা হয়েছে।''


আরও পড়ুন : Upcoming Cars: আগামী কয়েক মাসেই মারুতি, হন্ডা, টাটা আনছে নতুন মডেল, জেন নিন পুরো তালিকা


 


Car loan Information:

Calculate Car Loan EMI