নয়াদিল্লি: 'জুলাই মাসের পূর্ণাঙ্গ বাজেটে এই সরকার বিকশিত ভারতের লক্ষ্য ছোঁয়ার বিশদ রোডম্যাপ ঘোষণা করবে', দৃপ্ত কণ্ঠে বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (FM Nirmala Sitharaman Assertion Speech Goes Viral)।  শুনেই নতুন সংসদ ভবনে টেবিল চাপড়ানোর তুমুল আওয়াজ। কয়েক মাস পর যে কেন্দ্রে বিজেপি-ই সরকার তৈরি করছে, সে ব্যাপারে এখন থেকে আত্মবিশ্বাসী অর্থমন্ত্রী। সে সুর টের পেতেই সমর্থনের ঢেউ আছড়ে পড়ল সংসদে। আজকের গোটা বাজেট বক্তৃতার মধ্যে এই অংশের ভিডিও ক্লিপটি তার পর থেকেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।


নির্মলার আত্মবিশ্বাস...
লোকসভা ভোটে আর কয়েক মাস বাকি। তার আগে আজকের অন্তর্বর্তী বাজেটে কী পাওয়া গেল, কী গেল না, তা নিয়ে দিকে দিকে চুলচেরা বিশ্লেষণ চলছে। এর মাঝেই ভাইরাল কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার ওই ভিডিও ক্লিপ। 'অমৃত কাল'-কে 'কর্তব্য কাল' হিসেবে তুলে ধরে সীতারমন বলেন, 'আর্থিক ম্যানেজমেন্ট এবং প্রশাসনের মাধ্যমে ২০১৪ সাল পূর্ববর্তী সমস্ত চ্যালেঞ্জ কাটিয়ে ওঠা গিয়েছে। জুলাই মাসের পূর্ণাঙ্গ বাজেটে এই সরকার বিকশিত ভারতের লক্ষ্য ছোঁয়ার বিশদ রোডম্যাপ ঘোষণা করবে।' বিজেপি তথা এনডিএ যে ফের ক্ষমতায় আসছে, তা নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে এতটা আত্মবিশ্বাসী শোনানোর পর টেবিল চাপড়ানোর আওয়াজে সংসদে কান পাতা কঠিন হয়ে ওঠে। তবে শুধু যে সংসদের অন্দরেই তাঁর মন্তব্য তুমুল আলোড়ন তৈরি করেছে, তা নয়। বাজেট বক্তৃতায় ওই অংশ ভাইরাল হতেও সময় নেয়নি এদিন। 
এদিনের অন্তর্বর্তী বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে আরও বলতে শোনা যায়, 'তারুণ্যে ভরা আমাদের এই দেশের অনেক আশা-আকাঙ্খা রয়েছে। বহু সাফল্যে গরীয়ান তারা। আবার আগামী যাতে উজ্জল হয়, সে মর্মেও আশা-ভরসা করে। আমরা ধারণা করি, নিত্যনতুন উদ্যোগে উজ্জীবিত এই সরকার ফের স্পষ্ট জনমত পেয়ে ফিরে আসবে।'         সাধারণ মানুষ যে মোদি-সরকারকে স্পষ্ট জনাদেশ দিয়ে আবার ফেরাবে, এদিনের অন্তর্বর্তী বাজেট বক্তৃতায় একাধিক বার সে কথা বুঝিয়ে দিতে চেয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেই নির্বাচনের আগে এই বাজেটের দিকে নজর ছিল অনেকেরই। যদিও প্রতিক্রিয়া যে পুরোপুরি সদর্থক তেমন নয়। কেন্দ্রের অন্তর্বর্তীকালীন বাজেট নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে যেমন বলেন, "মন দিয়ে বাজেট শুনলাম। দরিদ্র, স্বল্প আয়ের পরিবার এবং মধ্যবিত্তদের জন্য কিছুই পেলাম না। যেমন তেমন করে রোজকার কথা তুলে ধরা হয়েছে। ১০ বছর আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই সংক্রান্ত কোনও তথ্যই পেলাম না। কত প্রতিশ্রুতি পূরণ হয়েছে, কত হয়নি, কোনও তুলনাই পেলাম না। তুলনামূলক বিবৃতি পেলাম না আমি।" তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের বক্তব্য, "বিজেপি-র নির্বাচনী ইস্তেহার এই বাজেট। কিছু ঘোষণা করা হয়েছে, যাতে ভোট পাওয়া যায়। ওরা হয়ত ভাবছে এই বাজেটে ভোট বাড়বে। কিন্তু দারিদ্র্য, বেকারত্ব, ধর্মীয় বিভাজনের যে পরিবেশ সৃষ্টি হচ্ছে, এ ব্যাপারে সরকারের কী বক্তব্য, জানা গেল না।" লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী বলেন, "বেকারদের কর্মসংস্থানের এই কি বাজেট? লোকসভা নির্বাচনের আগে মানুষের মন ভোলানো ছাড়া এই বাজেট আর কিছু নয়।"


 আরও পড়ুন:সার্ভিকাল ক্যানসারের টিকা নিয়ে ঘোষণায় খুশি চিকিৎসকমহল ! কী বললেন বিশেষজ্ঞরা