UIDAI : আধার কার্ডের (Aadhaar Card) নম্বর এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই নম্বর দিয়েই অনেক জালিয়াতি করছে প্রতারকরা (Cyber Fraud)। সেই ক্ষেত্রে আপানার আধার নম্বর প্রতারকদের হাতে পড়লে ফাঁকা হতে পারে অ্যাকাউন্ট (Bank Account)। তাই ভার্চুয়াল আইডি (Virtual Aadhaar ID) দিয়ে লুকিয়ে রাখতে পারেন গোপন তথ্য়। আধারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI আধার ভার্চুয়াল আইডি চালু করেছে।
আধার ভার্চুয়াল আইডি আসলে কী?আধার ভার্চুয়াল আইডি (ভিআইডি) হল একটি অস্থায়ী 16-সংখ্যার কোড যা একজন ব্যক্তির আধার নম্বরের সঙ্গে যুক্ত থাকে। এই বৈশিষ্ট্যটি আধার কার্ড হোল্ডারদের তাদের আসল আধার নম্বর প্রকাশ না করেই পরিচয়ের প্রমাণ হিসাবে কাজে লাগে। একজন ব্যক্তি যতবার খুশি ভার্চুয়াল আইডি তৈরি করতে পারেন। কিন্তু আসল আধার কার্ড পাওয়ার জন্য এটি ব্যবহার করা যাবে না। এছাড়াও, আধার ভার্চুয়াল আইডি তৈরি করার জন্য আপনাকে কোনও ফি দিতে হবে না। UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এটি সহজেই তৈরি করা যেতে পারে।
কীভাবে আধার ভার্চুয়াল আইডি তৈরি করবেন?
১ প্রথমে myAadhaar-এর অফিসিয়াল পেজে যান।
২ নীচে স্ক্রোল করুন ও 'ভিআইডি জেনারেটর' বিকল্পে ক্লিক করুন অথবা আপনি এই লিঙ্কে ক্লিক করতে পারেন
https://myaadhaar.uidai.gov.in/genericGenerateOrRetriveVID।
৩ 'জেনারেট ভিআইডি' নির্বাচন করুন, আপনার আধার নম্বর, ক্যাপচা লিখুন এবং সেন্ড ওটিপিতে ক্লিক করুন।
৪ আপনার রেজস্টার্ড ফোন নম্বরে প্রাপ্ত OTP লিখুন।
৫ পৃষ্ঠার নীচে "সাবমিট" বোতামে ক্লিক করুন।
৬ আপনার 16-সংখ্যার ভার্চুয়াল আইডি নম্বরটি এখন আপনার ইমেল আইডি ও আধার-রেজিস্টার্ড সেলফোন সেন্ড করা যাবে।
আধার ভার্চুয়াল আইডি - মূল বৈশিষ্ট্যএকবারে একটি ভার্চুয়াল আইডি তৈরি করা হলে ব্যবহারকারী একটি নতুন আইডি তৈরি না করা পর্যন্ত ভার্চুয়াল আইডি বৈধ থাকে। সেই ক্ষেত্রে ভার্চুয়াল আইডির সর্বোচ্চ মেয়াদ এক ক্যালেন্ডার দিন।ভার্চুয়াল আইডির তৈরির সংখ্যার কোনও সীমা হয় না। যতবার খুশি এই আইডি তৈরি করা যেতে পারে।এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে ব্যবহারকারীরা আধার ভার্চুয়াল আইডি তৈরি করার সময় দুটি বিকল্প পাবেন যেমন 'রিকভারি' ও 'রিজেনারেটিং'।
মনে রাখবেন আধার কার্ড এখন আপনার অন্যতম গুরুত্বপূর্ণ আইডি। যা সরকারি সব প্রকল্পের কাজেও যাচাইকরণে কাজে লাগে।
Cigarette Price Hike : শীঘ্রই দাম বাড়বে সিগারেটের ? কবে থেকে আরও দামি